shono
Advertisement

Breaking News

Amazon

বিপুল ছাড়ে মোবাইল খুঁজছেন? আমাজনের রিপাবলিক ডে সেল দিচ্ছে দারুণ অফার

মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে ছাড়। চার্জিং অ্যাক্সেসরিজে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। স্ক্রিন প্রোটেক্টর মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে।
Published By: Biswadip DeyPosted: 02:40 PM Jan 14, 2026Updated: 03:38 PM Jan 14, 2026

প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসে নানারকম অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থাগুলি। এবারও তার অন্যথা হচ্ছে না। শুক্রবার, ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে Great Republic Day Sale। যাঁরা সস্তায় ফোন কিনতে চাইছেন তাঁদের জন্য এই অফারে থাকছে সুবর্ণ সুযোগ। ই-কমার্স জায়ান্ট সংস্থার এই অফারে সত্যিই মিলবে জলের দরে ফলের রস!

Advertisement

আমাজনের তরফে জানানো হয়েছে, সমস্ত গ্রাহকদের জন্য এই ‘গ্রেট রিপাবলিক ডে সেল’শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে প্রাইম মেম্বারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। রাতে ঘড়ির কাঁটায় ১২ টা বাজলেই সাধারণতন্ত্র দিবসের সেলের কেনাকাটা করতে পারবেন তাঁরা। জানা গিয়েছে, মোবাইল ছাড়াও স্মার্টওয়াচ, ওয়াশিং মেশিন, ইয়ারবাড, এসি, ট্যাব, ল্যাপটপে মিলবে আকর্ষণীয় ছাড়।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি পাবেন ২৩,৯৯৯ টাকায়। আবার ওয়ানপ্লাস ১৫ মিলবে ৬৮ হাজার ৯৯৯ টাকায়। তবে ক্রেডিট কার্ড ইএমআই নিলে ৪ হাজার টাকা ছাড়। আইকিউওও ১৫ পাওয়া যাবে ৬৫ হাজার ৯৯৯ টাকায়। এক্ষেত্রে ব্যাঙ্কে ছাড় পাওয়া যাবে ৭ হাজার টাকা। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি কিনতে পারবেন মাত্র ১১ হাজার ৪৯৯ টাকায়।

মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে ছাড়। চার্জিং অ্যাক্সেসরিজে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। স্ক্রিন প্রোটেক্টর মাত্র ৯৯ টাকাতেও পাওয়া যাবে। ফোন কেস ও কভারও একই দামে পাওয়া যাবে।

এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে ছাড়। চার্জিং অ্যাক্সেসরিজে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। স্ক্রিন প্রোটেক্টর মাত্র ৯৯ টাকাতেও পাওয়া যাবে। ফোন কেস ও কভারও একই দামে পাওয়া যাবে। শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি ইত্যাদি নামী ব্র্যান্ডের অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৬৫ শতাংশ ছাড় মিলবে।

শুধু ব্যাংকের ছাড়ই নয়, এই কদিনের কেনাকাটায় এক্সচেঞ্জের ক্ষেত্রে পেতে পারেন মোটা টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, ওয়ানপ্লাস, শাওমি, স্যামস্যাং, অ্যাপেলের গেজেটসের ক্ষেত্রে থাকবে অভাবনীয় অফার। শুধু অনলাইনে এই অফার মিলবে একেবারেই তা নয়, শোনা যাচ্ছে আমাজন ইজি স্টোরে গেলেও মিলবে এই অফারের সুবিধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement