shono
Advertisement

Breaking News

Windows

২০৩০ সালের মধ্যেই কম্পিউটারও দেখবে, শুনবে এবং কথা বলবে! দাবি মাইক্রোসফট কর্তার

আর পাঁচ বছরেই আমূল বদলে যাবে কম্পিউটার ব্যবহারের ছবিটা!
Published By: Biswadip DeyPosted: 02:09 PM Aug 06, 2025Updated: 02:09 PM Aug 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'হার' ছবিটা মনে পড়ে? জোয়াকিন ফিনিক্স অভিনীত চরিত্রটি হাবুডুবু খেয়েছিল এক অপারেটিং সিস্টেমের। ছবির গল্প ভবিষ্যৎ পৃথিবীর কথা বলে। আর সেই ভবিষ্যৎ খুব বেশি দূরে নেই! এমনই দাবি মাইক্রোসফটের এক কর্তার। তাঁর পরিষ্কার দাবি, ২০৩০ সালের মধ্যেই উইন্ডোজ অনেক বদলে যাবে। কম্পিউটার দেখবে, শুনবে এবং কথাও বলবে!

Advertisement

সম্প্রতি এক ইউটিউব ভিডিওয় এই নিয়ে কথা বলেছেন মাইক্রোসফটের ওএস নিরাপত্তা সংক্রান্ত কর্পোরেট সহ সভাপতি ডেভিড ওয়েস্টন। তাঁকে সেখানে বলতে শোনা গিয়েছে, ''আমার মনে হয় আমরা এখনকার চেয়ে নজর কম রাখব কিন্তু কথা বেশি বলব কম্পিউটারের সঙ্গে। আমি সত্যিই বিশ্বাস করি ভবিষ্যতে উইন্ডোজ এবং মাইক্রোসফটের অন্য অপারেটিং সিস্টেম নানা ভাবে সংযোগ গড়ে তুলবে ইউজারদের সঙ্গে। কম্পিউটার দেখবে, শুনবে এবং কথা বলবে। এবং আরও বেশি অত্যাধুনিক পরিষেবা দিতে পারবে। অর্থাৎ আরও বেশি স্বাভাবিক ঢঙে আমাদের সঙ্গে সংযোগ গড়ে উঠবে কম্পিউটারের।'' তাঁর মতে, আজকের জেন জেড যেমন এমএস-ডস ব্যবহারকে বিশ্বাসই করতে পারে না, তেমনই একদিন আজকের কিবোর্ড-মাউসের ব্যবহারও অবিশ্বাস্য ঠেকবে ভবিষ্যতের পৃথিবীর বাসিন্দাদের।

প্রসঙ্গত, আপাত ভাবে যতই অদ্ভুত শোনাক ডেভিডের ভবিষ্যদ্বাণী, ওয়াকিবহাল মহলের মতে ব্যাপারটা মোটেই কষ্টকল্পনা নয়। এমনিতেই কোপাইলট এআই কিংবা রিয়েল টাইম প্রোডাক্টিভিটি টুলসের মতো ছোট ছোট পদক্ষেপ কিন্তু করেই ফেলেছে উইন্ডোজ। কেবল সাড়া দেওয়াই নয়, কারণ বোঝা, শেখার মতো কাজও করতে শুরু করেছে সে। ফলে আগামিদিনে বড়সড় পরিবর্তনের ভিত্তিপ্রস্তর যে স্থাপিত হয়েই গিয়েছে তা বলাই যায়। তবে ডেভিড কিন্তু সাবধানও করছেন। জানাচ্ছেন, যত বেশি উন্নত হবে মাইক্রোসফটের ওএস, ততই নিরাপত্তার দিকটিও বিপণ্ণ হওয়ার আশঙ্কা বাড়বে। ফলে সেখানেও চাই সতর্কতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাইক্রোসফটের এক কর্তার তাঁর পরিষ্কার দাবি, ২০৩০ সালের মধ্যেই উইন্ডোজ অনেক বদলে যাবে। কম্পিউটার দেখবে, শুনবে এবং কথাও বলবে!
  • সম্প্রতি এক ইউটিউব ভিডিওয় এই নিয়ে কথা বলেছেন তিনি।
  • তবে ওই কর্তা এও জানাচ্ছেন, যত বেশি উন্নত হবে মাইক্রোসফটের ওএস, ততই নিরাপত্তার দিকটিও বিপণ্ণ হওয়ার আশঙ্কা বাড়বে। ফলে সেখানেও চাই সতর্কতা।
Advertisement