shono
Advertisement

Breaking News

Durga Puja 2025

ঠিক কতোটা দূরে মণ্ডপ? এই পুজোয় জানাবে 'Pujo Bondhu' অ্যাপ, বাড়ি বসেও দেবীদর্শনের সুযোগ

কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটি?
Published By: Tiyasha SarkarPosted: 07:25 PM Sep 22, 2025Updated: 07:25 PM Sep 22, 2025

অর্ণব আইচ: পুজো মানেই অন্যরকম উন্মাদনা। বছরের এই চারটি দিনের অপেক্ষায় থাকে প্রত্যেক বাঙালি। তাই এই কয়েকটা দিন রাস্তায় বেরিয়ে যাতে সমস্যা না হয় সেদিকে নজর পুলিশ-প্রশাসনের। সেইসব দিক মাথায় রেখেই এবার 'পুজো বন্ধু' অ্যাপ আনছে কলকাতা পুলিশ। যা পুজোর ঘোরাফেরা করে দেবে আরও সহজ।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? কলকাতা পুলিশের তরফে চতুর্থী অর্থাৎ আগামী শুক্রবার লঞ্চ করা হবে 'Pujo Bondhu' অ্যাপ। প্লে-স্টোর থেকে ডাউনলোপ করা যাবে অ্যাপটি। এবার নিশ্চয়ই ভাবছেন যে কী কী মিলবে এই অ্যাপে? জানা যাচ্ছে, এই অ্যাপে থাকবে একশোর বেশি পুজোর হদিশ। শুধু কলকাতা নয়, শহরতলির পুজোর হদিশ মিলবে এই অ্যাপেই।

জানা গিয়েছে, অ্যাপে লোকেশন অনুযায়ী বাড়িতে বসেই দেখতে পারবেন প্রতিমাও। ছবি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে সশরীরে প্যান্ডেলে পৌঁছবেন কি না। বা আপনার লোকশন থেকে কতটা দূরে প্যান্ডেল, তাও জানিয়ে দেবে এই অ্যাপ। এছাড়াও নিকটবর্তী এটিএম, বাসস্টপ, পার্কিংয়ের সন্ধানও মিলবে এই অ্যাপেই। পুজোর ভিড়ে অনেকেই রাস্তায় নানারকম সমস্যায় পড়েন, সেক্ষেত্রে রয়েছে এমারজেন্সি নম্বরও। এছাড়াও পথে থাকবেন সিভিক ভলান্টিয়াররা। কলকাতা পুলিশের তরফে কিয়স্ক খোলা হচ্ছে। সেখানে সাইবার জালিয়াতি নিয়েও সতর্ক করা হবে। কলকাতা পুলিশের তরফে ওয়েব সাইটও লঞ্চ করা হচ্ছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজো মানেই অন্যরকম উন্মাদনা। বছরের এই চারটি দিনের অপেক্ষায় থাকে প্রত্যেক বাঙালি। তাই এই কয়েকটা দিন রাস্তায় বেরিয়ে যাতে সমস্যা না হয় সেদিকে নজর পুলিশ-প্রশাসনের।
  • সেইসব দিক মাথায় রেখেই এবার 'পুজো বন্ধু' অ্যাপ আনছে কলকাতা পুলিশ। যা পুজোর ঘোরাফেরা করে দেবে আরও সহজ।
Advertisement