সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবের থেকেও বেশি রোজগারের সুযোগ মিলতে পারে এক্স হ্যান্ডেলে! এক ইউজারের একটি মন্তব্যের প্রেক্ষিতে এমনই ইঙ্গিত দিলেন এক্স কর্তা এলন মাস্ক। সেখানেই প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে বিষয়টা দেখার নির্দেশ দেন তিনি। দ্রুতই আয়বৃদ্ধির আশায় ক্রিয়েটররা।
বর্তমানে আট থেকে আশি সকলেই প্রায় সোশাল মিডিয়ায় সরগর। কাজের ফাঁকে একটু সময় পেলেও সকলে নজর রাখেন ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্লাটফর্মগুলো উপার্জনের একটি উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। বহু মানুষ জীবনযাপন করেন শুধুমাত্র বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করেই। একই কনটেন্টে ইউটিউব, ফেসবুকের তুলনায় এক্স হ্যান্ডেলে আয়ের সুযোগ বেশ খানিকটা কম। তবে এক্ষেত্রেও উপার্জনের জন্য কমপক্ষে ৫০০ ফলোয়ার, ৫ মিলিয়ন ইমপ্রেশন-সহ আরও একাধিক শর্তপূরণ হওয়া বাধ্যতামূলক।
এবার আয় নিয়েই বড়সড় ইঙ্গিত দিলেন এলন মাস্ক। বুঝিয়ে দিলেন, ইউটিউবের থেকেও বেশি আয় হতে পারে এই অ্যাপে। কিন্তু বর্তমানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা দ্রুতই বদলে ফেলা হবে। মাস্ক জানিয়েছেন, নতুন পেমেন্ট ব্যবস্থায় সিস্টেমের অপব্যবহার বরদাস্ত করা হবে না। পাশাপাশি সাফ বলেছেন, ভুয়ো এনগেজমেন্ট কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আসল ভিউ, ফলোয়ার ও কনটেন্টের মানের ভিত্তিতে নির্ধারিত হবে আয়। এই পদ্ধতি ব্যবহারে ক্রিয়েটরদের এক্স হ্যান্ডেল থেকে আয় ইউটিউবকেও ছাপিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মাস্কের। কিন্তু এক্স কর্তার মন্তব্য কি বাস্তব রূপ পাবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিয়েটরদের মনে।
