shono
Advertisement
Elon Musk

মোদি সরকারের চাপে নতিস্বীকার মাস্কের! 'অশ্লীল' পোস্ট ডিলিট করছে এক্স হ্যান্ডেল

ইতিমধ্যেই ৩৫০০টি পোস্ট ব্লক করেছে মাস্কের সংস্থা।
Published By: Subhajit MandalPosted: 12:49 PM Jan 11, 2026Updated: 07:03 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর দিকে হম্বিতম্বি, টালবাহানা করলেও শেষপর্যন্ত কেন্দ্রের চাপে নতিস্বীকার করে নিল এলন মাস্কের সংস্থা এক্স হ্যান্ডেল। মোদি সরকার যে যে কন্টেন্টকে অশ্লীল এবং আপত্তিকর বলেছিল, সেগুলি ব্লক করা শুরু করল এক্স। ইতিমধ্যেই ৩৫০০টি পোস্ট ব্লক করেছে মাস্কের সংস্থা। সেই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে এক্সের অন্তত ৬০০টি অ্যাকাউন্ট।

Advertisement

আসলে এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোকে’র কাজে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডলের এই পরিষেবা ব্যবহার করে যে কেউ যখন-তখন যেমন ইচ্ছে অশ্লীল এবং যৌনতায় সুড়সুড়ি দেওয়া কনটেন্ট বানিয়ে ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ। চলতি মাসের শুরুতেই এ নিয়ে ওই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিস ধরায় কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কেন্দ্র জানায়, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ২০২১ সালের নিয়মবিধি মেনে যে ভাবে কাজ করা উচিত, তা করছে না এক্স হ্যান্ডল। এআই পরিষেবাকে কাজে লাগিয়ে যে ভাবে অশ্লীল, আপত্তিকর এবং যৌন উসকানিমূলক ছবি-ভিডিও বানানো হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র।

এরপরই মাস্কের সংস্থা জানায় বিতর্কিত ওই কন্টেন্টগুলি সরাতে পদক্ষেপ করা হচ্ছে। এক্সের তরফে বিবৃতিতে বলা হয়, "তাদের প্ল্যাটফর্মের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ বাজার ভারত। এই দেশের আইনকে তারা সম্মান করে।" কিন্তু তাতে ঠিক সন্তুষ্ট হতে পারেনি মোদি সরকার। সাফ বলে দেওয়া হয়েছিল, ভবিষ্যতে যাতে আর এই ধরনের অশ্লীল কন্টেন্ট এক্স হ্যান্ডেলে না থাকে সেটাও নিশ্চিত করতে বলা হয় এক্সকে। তারপরই পদক্ষেপ শুরু করে এলন মাস্কের সংস্থা। জানা গিয়েছে এ পর্যন্ত ৩৫০০ অশ্লীল কন্টেন্ট এক্স হ্যান্ডেল থেকে সরানো হয়েছে। প্রায় ৬০০টি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের দাবি, মাস্কের সংস্থা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। আগামী দিনে কোনও অশ্লীল বিষয়বস্তু এক্সে রাখা হবে না তা নিয়ে প্রতিশ্রুতিও দিয়েছে। যদিও মাস্কের সংস্থা সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রের চাপে নতিস্বীকার করে নিল এলন মাস্কের সংস্থা এক্স হ্যান্ডেল।
  • মোদি সরকার যে যে কন্টেন্টকে অশ্লীল এবং আপত্তিকর বলেছিল, সেগুলি ব্লক করা শুরু করল এক্স।
  • ইতিমধ্যেই ৩৫০০টি পোস্ট ব্লক করেছে মাস্কের সংস্থা।
Advertisement