সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেল লেখা, উত্তর দেওয়া... আজকের দিনে এ এক নিত্যি ঝকমারি। কিন্তু এবার আপনার পাশে মুশকিল আসান হতে পারে জেমিনি। গুগল তাদের জিমেলের জেমিনি ফিচারে যে নতুন আপডেট এনেছে সেখানে রয়েছে একগুচ্ছ চমক!
এবার থেকে কাউকে মেল করার সময় আপনি সঙ্গে পাবেন 'হেল্প মি রাইট'। গোটা মেলটাই ড্রাফট করতে প্রম্পট করবে জেমিনি। আপনার মেলকে 'ফরমালাইজ', 'এলাবোরেট', 'শর্টেন'-এর মতো অপশনের সাহায্যে মেলকে আরও নিখুঁত করে তুলতে পারবেন। এমনকী যে মেল লেখা হয়ে গিয়েছে, সেটাকেও এই সব টুলের সাহায্যে সম্পাদনা করা যাবে। ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস- সবেতেই মিলবে এই সুবিধা।
এখানেই শেষ নয়। ইনবক্সে চলে আসা মেলের রিপ্লাইও অটোমেটিক লিখে দিতে পারবে জেমিনি। ধরা যাক, বন্ধুদের সঙ্গে কোনও পিকনিক হবে। এক বন্ধুর উপরে দায়িত্ব রসগোল্লা নিয়ে যাওয়ার। কিন্তু তিনি মেল করে জানতে চাইলেন, রসগোল্লার পরিবর্তে নলেন গুড়ের সন্দেশ কেমন হবে। এর উত্তর আপনার মতো ভঙ্গিতেই করে লিখে দেবে এআই। এবার স্রেফ চোখ বুলিয়ে পাঠিয়ে দিন! যদি মনে হয় কিছু পরিবর্তন করবেন, তাও করতে পারবেন। অর্থাৎ রিপ্লাইয়ের ঝক্কি একেবারেই কমিয়ে দেবে জেমিনি। এমনকী দীর্ঘ মেলের সংক্ষেপসারও করে দেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে হাতে সময় কম থাকলে দ্রুত সেটা দেখে নিয়ে রিপ্লাই করে দেওয়া যাবে। বাঁচবে সময়, বাঁচবে খাটনি। আপনার কাজ সহজ করে দেবে জেমিনি। অর্থাৎ গুগল সার্চে ব্যবহৃত ‘এআই ওভারভিউ’ও এবার যুক্ত হবে জিমেলে।
বর্তমানে সারা পৃথিবীর ৩০০ কোটির বেশি মানুষ জিমেল ব্যবহার করেন। আগেই বানান খতিয়ে দেখা, ব্যাকরণ সংশোধনের মতো ফিচার নিয়ে এসেছিল গুগল। কিন্তু এবার ‘সাজেসটেড রিপ্লাই’-এর মতো ফিচার ইউজারদের আরও সহযোগী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
