shono
Advertisement
Google Map

পথে এবার আরও বেশি বন্ধু Google Map, এল নয়া ৬ ফিচার

AI-এর সাহায্যে বিপ্লব আনছে গুগল।
Published By: Biswadip DeyPosted: 06:46 PM Jul 25, 2024Updated: 06:46 PM Jul 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগলের মতো সার্চ ইঞ্জিন এআইয়ের সাহায্যে তাদের সমস্ত পরিষেবাকে আরও উন্নত করতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম গুগল ম্যাপ। অচেনা পথ চলতে এই অ্যাপের কোনও জুড়ি নেই। এবার ইউজারদের যাত্রাকে আরও সহজ করতে এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আরও বেশি 'বন্ধু'। নতুন ৬টি ফিচার প্রকাশ করেছে গুগল। যা ম্যাপকে আরও নিখুঁত করেছে। ফলে পথ চলা আরও সহজ হবে। দেখা যাক কোন কোন ফিচার নিয়ে এসেছে গুগল।

Advertisement

চারচাকার জন্য নেভিগেশন

সরু রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সব সময়ই কঠিন। এবার গুগল (Google) এনেছে ন্যারো রোডস ফিচার। এর সাহায্যে সরু রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন চালকরা।

[আরও পড়ুন: ট্রাম্পের উপরে হামলায় শঙ্কিত কেন্দ্র, সব রাজ্যকে VVIP-দের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ]

ফ্লাইওভার অ্য়ালার্টস

অনেক সময়ই পথে চলতে চলতে ফ্লাইওভার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশেষত, অপরিচিত জায়গায়। এবার সেই সংশয় দূর করতে নিয়ে আসা হয়েছে গুগলম্যাপের নয়া ফিচার। সামনে ফ্লাইওভার থাকলে এবার তাও চালকদের জানিয়ে দেবে অ্যাপ। চারচাকা হোক বা দুচাকা, সকলের জন্যই থাকবে অ্যালার্ট।

ইভি চার্জিং স্টেশন

ইলেকট্রিক ভেহিকলের সংখ্যা লাফিয়ে বাড়ছে এদেশে। চারচাকার গাড়ি বা টু হুইলার, সবই চলছে ইলেকট্রিকে। কিন্তু ইভি চার্জিং স্টেশন খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। এবার গুগল ম্যাপ নিকটবর্তী স্টেশন খুঁজে দেবে।

[আরও পড়ুন: বৃষ্টি বিপর্যস্ত পুণেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, দুর্যোগে জলের তলায় মু্ম্বই, কোলাপুরও]

মেট্রো টিকিট বুকিং

দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা আনছে গুগল ম্যাপ। কোচি ও চেন্নাইয়ে তা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। অ্যাপের সাহায্যে সরাসরি মেট্রোর টিকিট কেটে নেওয়া যাবে এবার। ফলে গাড়ি থেকে নেমে মেট্রো ধরতে হলে চিন্তা নেই। লাইনে দাঁড়ানোর ঝক্কি পোয়াতে হবে না।

ট্র্যাফিকে গোলমালের অ্য়ালার্ট

ট্র্যাফিকে গোলমাল হোক কিংবা কোনও নির্মাণকাজের গোলমাল, পথে কোনও সমস্যা থাকলে এবার তাও জানিয়ে দেবে অ্যাপ।

পপুলার স্পট

কোথাও খেতে যাবেন? অন্য কোনও প্ল্যান? সব খোঁজ মিলবে গুগল ম্যাপ (Google Map) থেকে। নিজের প্রিয় স্পট অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও থাকছে। তাই কোনও ট্রিপের পরিকল্পনা করলে ইউজারদের দারুণ বন্ধু হয়ে উঠবে গুগল ম্যাপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুগলের মতো সার্চ ইঞ্জিন এআইয়ের সাহায্যে তাদের সমস্ত পরিষেবাকে আরও উন্নত করতে শুরু করেছে।
  • এর মধ্যে অন্যতম গুগল ম্যাপ। অচেনা পথ চলতে এই অ্যাপের কোনও জুড়ি নেই।
  • এবার ইউজারদের যাত্রাকে আরও সহজ করতে এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আরও বেশি 'বন্ধু'।
Advertisement