সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীই চমকে উঠেছেন গত কয়েকদিনে। লক্ষ করেছেন তাঁদের পরিচিত গুগল ফোন অ্যাপ, যার চলতি নাম গুগল ডায়ালার, তা একেবারে নতুন রূপ নিয়ে ধরা দিচ্ছে। প্রাথমিক ভাবে অনেকেই অস্বস্তিতে পড়লেও ক্রমে জানা যায়, অনেকের ফোনেই এই পরিবর্তন দেখা গিয়েছে। কিন্তু এও দেখা যাচ্ছে, সকলের মোবাইলে এই পরিবর্তন দেখা যাচ্ছে না। ব্যাপারটা কী?
আসলে এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে গুগলের নতুন ‘মেটেরিয়াল-৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন। যা সদ্য ইনস্টল করা হয়েছে। আর সেই কারণেই চেহারায় এমন বদল। এবং সেটাও হয়ে যাচ্ছে আপডেট ছাড়াই। সংস্থার লক্ষ্যই আরও পরিচ্ছন্ন ও আধুনির লেআউট। আর তাই এমন পরিবর্তন। যদিও অনলাইনে যেমন প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে, তা থেকে পরিষ্কার- সকলেই এই পরিবর্তনকে খুব ভালোভাবে নিয়েছেন, তা নয়।
কিন্তু কেন এই পরিবর্তন সব ফোনে হল না? জানা যাচ্ছে, স্যামসাং, ওপো, ভিভোর মতো ফোনে নির্মাতা সংস্থাগুলি গুগল অ্যাপ ব্যবহার করে না। তাই সেখানে এই পরিবর্তন দেখা যাচ্ছে না।
তবে আপনার ফোনটির ডায়ালার যদি বদলেও গিয়ে থাকে, সহজেই সেটিকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আর তা করতে হলে দুটি উপায়ে করতে হবে। এক, ডায়ালপ্যাডের অ্যাপে যে ক্যাশে ডেটা জমে রয়েছে তা ক্লিয়ার করতে হবে। তাহলেই ফোন আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ ডিফল্ট ভার্সনেই প্রত্যাবর্তন করবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি। আর দুই, গুগল প্লে স্টোরে গিয়ে 'ফোন বাই গুগল' কিংবা 'গুগল ডায়ালার' লিখে সার্চ করুন। এবার ডায়াল প্যাড অ্যাপটি পেয়ে গেলেই 'আপডেট আনইনস্টল' করে দিন। তাহলেই কেল্লা ফতে। আপনার ফোনের ডায়ালপ্যাড আবার ফিরে যাবে আগের চেহারায়।
