shono
Advertisement
Abidur Chowdhury

বাংলদেশি আবিদুর চৌধুরী বানিয়েছেন সুপার স্লিম iPhone Air! পরিচয় জানেন?

জানেন এই iPhone Air-এর দাম?
Published By: Tiyasha SarkarPosted: 09:18 PM Sep 11, 2025Updated: 09:48 PM Sep 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে লঞ্চ করেছে iPhone 17-এর চারটি মডেল। তার মধ্যেই একটি iPhone Air। টাইটেনিয়ামে মোড়া এই ফোন এখনও পর্যন্ত সবথেকে পাতলা আইফোন। বাংলাদেশি আবিদুর চৌধুরীর ডিজাইন করা এই ফোনের লুক রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। চলুন জেনে নেওয়া যাক, কে এই আবিদুর চৌধুরী?

Advertisement

কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি বাংলাদেশি বংশোদ্ভুত আবিদুর চৌধুরী। কেউ আবার বলছেন অন্য কথা। তবে আবিদুরের জন্ম হয়েছে লন্ডনে। সেখানেই পড়াশোনা। লাফবরো বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজিতে স্নাতক তিনি। ঝুলিতে রয়েছে জেসম ডাইসন ফাউন্ডেশন বুরসারি, হাবস স্টুডেন্ট গ্রান্ট-সহ একাধিক সম্মান। ২০১৬ সালে 'প্লাগ অ্যান্ড প্লে' ডিজাইনের জন্য পান রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছেন আবিদুর। কেমব্রিজ কনসালট্যান্টস ও কারভেন্টায় ইন্টার্নশিপ করেন তিনি। তারপর দীর্ঘদিন কাজ করেছেন ডিজাইনার হিসেবে। ২০১৮ সালে নিজের কনসালটেন্সি শুরু করেন। ২০১৯ সালে অ্যাপল পরিবারের সদস্য হন আবিদুর। বর্তমানে থাকেন সানফ্রান্সিসকোতে।

এক নজরে দেখে নিন আবিদুরের ডিজাইন করা iPhone Air-এর ফিচার

iPhone Air
ডিসপ্লে- ৬.৫ ইঞ্চি
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো
ব়্যাম- ১২ জিবি/ ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি, ১ টিবি
ক্যামেরা- ৪৮ এমপি++১৮ এমপি
ব্যাটারি- ৩১৪৯ Mah
ওজন- ১৬৫ গ্রাম
দাম- ১,১৯,৯০০ টাকা থেকে শুরু

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার রাতে লঞ্চ iPhone 17-এর চারটি মডেল। তার মধ্যেই একটি iPhone Air।
  • টাইটেনিয়ামে মোড়া এই ফোন এখনও পর্যন্ত সবথেকে পাতলা আইফোন।
  • বাংলাদেশি আবিদুর চৌধুরীর ডিজাইন করা এই ফোনের লুক রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। চলুন জেনে নেওয়া যাক, কে এই আবিদুর চৌধুরী।
Advertisement