shono
Advertisement

Breaking News

Smartphone

স্মার্টফোনেই তোলা যায় DSLR-এর মতো ঝকঝকে ছবি! জানেন কীভাবে?

এভাবে চেষ্টা করে দেখুন।
Published By: Tiyasha SarkarPosted: 08:07 PM Sep 01, 2025Updated: 08:26 PM Sep 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন সকলের হাতে হাতে স্মার্টফোন। তাতে ঝাঁ চকচকে ক্যামেরা। কিন্তু তাতেও ছবি তুলে খুশি হতে পারেন না অনেকেই। ছোটেন ডিএসএলআরের পিছনেই। কিন্তু জানেন কী কিছু সেটিংস বদলালে স্মার্টফোনেই তুলতে পারবেন ক্যামেরার মতো ছবি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Advertisement

প্রো মোড (Pro Mode) - সমস্ত স্মার্টফোনেই থাকে প্রো মোড। ক্যামেরার সেটিংসে গিয়ে পেয়ে যাবেন এই অপশন। সেখানে গিয়ে ISO, শাটার স্পিড ঠিক অ্যাডজাস্ট করলেই কেল্লাফতে! যেমন, ISO কমিয়ে রাখলে কম আলোতে ছবি খুব একটা ভালো আসবে না। অন্যদিকে শাটার স্পিড অ্যাডজাস্ট করলে ছবি হবে দারুণ। তাই শুধুমাত্র অটো মোডের উপর নির্ভর না করে এই সেটিংসগুলো নিজের প্রয়োজন মতো বদলে নিলে ছবি হবে দারুণ।

আলোর ব্যবহার- ছবি ভালো হওয়ার মূল শর্তই হল। দিনের আলোয় ছবি তোলার চেষ্টা করুন। রাতে ছবি তুললে সরাসরি ফ্ল্যাশ ব্যবহার না করাই ভালো বরং ক্যামেরার এক্সপোজার বাড়িয়ে ছবি তুলে দেখতে পারেন।

থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ- এখন মোবাইলের ক্যামেরা ব্যবহার করেই ফিল্টার করা ছবি তোলার জন্য রয়েছে বহু অ্যাপ। সেগুলো ব্যবহার করতে পারেন।

প্রতীকী ছবি

লেন্স পরিষ্কার করুন- শুনতে বোকা বোকা মনে হলেও, ছবি খারাপ বা ঝাপসা হওয়ার মূল কারণ কিন্তু অপরিষ্কার লেন্স। অনেকক্ষেত্রেই লেন্সে হাতের ছাপ, ধুলো লেগে যাওয়ায় সমস্যা তৈরি হয়। লেন্স সাফ থাকলেও ছবি হয় ঝকঝকে।

তাই কখনই এটা ভাববেন না যে চকচকে ছবি মানেই দামি ডিভাইস। একটু বুদ্ধি খাটালেই নিজের স্মার্টফোনেই তুলতে পারবেন দূর্দান্ত ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখন সকলের হাতে হাতে স্মার্টফোন। তাতে ঝাঁ চকচকে ক্যামেরা।
  • কিন্তু তাতেও ছবি তুলে খুশি হতে পারেন না অনেকেই। ছোটেন ডিএসএলআরের পিছনেই।
  • কিন্তু জানেন কী কিছু সেটিংস বদলালে স্মার্টফোনেই তুলতে পারবেন ক্যামেরার মতো ছবি।
Advertisement