shono
Advertisement
Google

হ্যাক বা লক হয়েছে গুগল অ্যাকাউন্ট? এবার মুশকিল আসান করবে বন্ধুরাই!

কী জানাচ্ছে সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 09:05 PM Oct 16, 2025Updated: 09:05 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল অ্যাকাউন্টে থাবা বসিয়েছে হ্যাকাররা? অথবা কোনও কারণে লক হয়ে গিয়েছে অ্যাকাউন্ট? এতদিন এহেন সমস্যায় ঘুম ওড়ার জোগাড় হত ইউজারদের। কিন্তু এবার হারানো অ্যাকাউন্ট ফিরে পারেন সহজেই। তবে হ্যাঁ, এর জন্য প্রয়োজন বন্ধু।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি রিকভারি অ্যাকাউন্টস ফিচার এনেছে গুগল। এর মাধ্যমে লিংক করা মোবাইল নম্বর, বন্ধু অথবা পরিবারের সদস্যদের মাধ্যমে ফের ফিরে পাবেন অ্যাকাউন্ট। তবে এই ফিচারের সুবিধা পেতে আগে আপনার বিশ্বস্তকে বন্ধু বা পরিবারের সদস্যকে ইনভাইট করতে হবে। আপনার রিকোয়েস্ট গ্রহণ করলে তবেই আপনার অ্যাকাউন্ট রিকভার করার অনুমতি পেয়ে যাবেন তিনি। নিশ্চয়ই ভাবছেন, কীভাবে ইনভাইট করবেন? গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে গেলেই পাবেন কেল্লাফতে!

সংস্থার তরফে জানানো হয়েছে, এবার লক বা হ্যাক হওয়া অ্যাকাউন্ট বন্ধুর সাহায্য ফিরে পাবেন নিমেষেই। তারপর পাসওয়ার্ড পালটে ফেললেই সমস্যার সমাধান। তবে ঠিক কোন পদ্ধতিতে বন্ধুর সাহায্যে নিজের হারানো অ্যাকাউন্ট ফেরত পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। তবে জানানো হয়েছে, গোটা পদ্ধতিটা অত্যন্ত সহজ ও সরল। প্রসঙ্গত, এর পাশাপাশি মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইনের অপশনও পাবেন ইউজাররা। তবে সম্ভবত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররাই এই ফিচারের সুবিধা পাবেন। এই ফিচারে পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুগল অ্যাকাউন্টে থাবা বসিয়েছে হ্যাকাররা? অথবা কোনও কারণে লক হয়ে গিয়েছে অ্যাকাউন্ট? এতদিন এহেন সমস্যায় ঘুম ওড়ার জোগাড় হত ইউজারদের।
  • কিন্তু এবার হারানো অ্যাকাউন্ট ফিরে পারেন সহজেই। তবে হ্যাঁ, এর জন্য প্রয়োজন বন্ধু।
Advertisement