shono
Advertisement
Instagram

দিনভর রিল দেখেন? এবার দারুণ এক ফিচার নিয়ে হাজির Instagram

এই ফিচারে ক্রিয়েটররা বিশেষভাবে উপকৃত হবে।
Published By: Tiyasha SarkarPosted: 04:27 PM Aug 25, 2025Updated: 04:27 PM Aug 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, বিনোদনের জন্য এখন সামান্য সময় পেলেও প্রায় সকলেই নজর রাখে ইনস্টাগ্রামে। এদিকে ফলোয়ারদের কথা ভেবে নিত্যনতুন ভিডিও তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটররা। কিন্তু অধিকাংশ পার্টে পার্টে আপলোড করা ভিডিওগুলোর পুরোটা খুঁজেই পান না ব্যবহারকারীরা। ফলে আগ্রহ নিয়ে কোনও ভিডিওর একাংশ দেখতে পেলেও, শেষটা খুঁজেই পাওয়া যায় না। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টাগ্রাম।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সংস্থাসূত্রে জানা গিয়েছে, এবার লিংকড ফিচার আসছে। অর্থাৎ একটা ভিডিওর লিংকে থাকবে সেটার পরবর্তী অংশ। ধরুন ইনস্টাগ্রামে আপনার ওয়ালে একটি ভিডিওর প্রথম পার্ট এল। আপনি দেখলেন, ভালো লাগলো। কিন্তু এতদিন পরের অংশটা সাধারণত খুঁজে পাওয়া যেত না। এবার রিলের ভিতরেই দেওয়া যাবে পরের অংশের লিংক। ফলে পার্টে পার্টে পোস্ট করা ভিডিও-ও এবার সহজেই পুরোটা দেখে নিতে পারবেন।

প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো উপার্জনের মূল পথ হয়ে উঠেছে। ভালো ভালো কন্টেন্ট পোস্ট করে সকলেই চেষ্টা করেন অল্প সময়ে ফলোয়ার্স বাড়ানোর। কিন্তু কীভাবে তা হবে, সেটা বুঝতেই পারেন না অনেকেই। ফলোয়ার বাড়াতে মাথায় রাখুন কয়েকটি বিষয়। প্রথমে টার্গেট অডিয়েন্স ঠিক করে নিন। কন্টেন্ট তৈরি করুন নেটিজেনদের জন্য। মূলত ১৮ থেকে ৩০ বছরের যুবক-যুবতীদের জন্য। নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন। এমনভাবে প্রোফাইল সাজান যাতে ব্র্যান্ডগুলি কোলাব করতে আকর্ষিত হয়। বায়োতে ডিটেল তথ্য দিন। যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন আগে তাদের মেনশন করে দিন। পোস্ট করার জন্য একটা নির্দিষ্ট শিডিউল তৈরি করুন। প্রতিদিন অবশ্যই স্টোরি দেবেন। সপ্তাহে ৪ টে রিল পোস্ট করবেন। হ্যাশট্যাগের ক্ষেত্রে সচেতন থাকুন। মাথায় রাখবেন সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন প্রতিষ্টিত ক্রিয়েটরদের সঙ্গে কোলাব করার। তাতে আপনার পোস্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। প্রয়োজনে কিছু পোস্ট বুস্ট করুন। ধরুন বিশেষ কোনও পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছতে চান, সেক্ষেত্রে বুস্ট করন। ইনস্টাগ্রামের ইনসাইটে নজর রাখুন। আপলোডের ক্ষেত্রে নানারকম পরীক্ষা নিরীক্ষার কী ফল মিলছে, সেদিকে নজর রাখুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আট থেকে আশি, বিনোদনের জন্য এখন সামান্য সময় পেলেও প্রায় সকলেই নজর রাখে ইনস্টাগ্রামে।
  • এদিকে ফলোয়ারদের কথা ভেবে নিত্যনতুন ভিডিও তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটররা। কিন্তু অধিকাংশ পার্টে পার্টে আপলোড করা ভিডিওগুলোর পুরোটা খুঁজেই পান না ব্যবহারকারীরা।
  • ফলে আগ্রহ নিয়ে কোনও ভিডিওর একাংশ দেখতে পেলেন, শেষটা খুঁজেই পাওয়া যায় না। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টাগ্রাম।
Advertisement