সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ এখন আর শুধু বন্ধুদের সঙ্গে কথা বলার মধ্যে সীমাবদ্ধ নেই। অফিসের যাবতীয় কাজেও প্রতিমুহূর্তে ব্যবহৃত হয় জুকারবার্গের এই অ্যাপ। বাড়ি ফিরেও অফিস সংক্রান্ত মেসেজ লেগেই থাকে। যা খুব স্বাভাবিকভাবেই 'মি টাইম'-পণ্ড করে দেয়। দু-এক সময় খুব বিরক্তই হন সকলে। এদিকে নিস্তারের উপায়ও নেই, কারণ ইন্টারনেট অন থাকলেই মেসেজ আসতে থাকে হোয়াটসঅ্য়াপে। মেসেজ নজরে পড়তে তা এড়িয়ে যাওয়া বেশ সমস্যার। কিন্তু জানেন কি এমন উপায়ও আছে, যাতে নেট অন থাকলেও মেসেজ যাবে না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, শুনতে অবাক কাণ্ড মনে হলেও রয়েছে এমন ট্রিকস। চলুন, জেনে নেওয়া পদ্ধতি।
১. প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. উপরের তিনটে ডটে ক্লিক করুন।
৩. চলে যান 'Data and Storage' অপশনে।
৪. বেছে নিন 'Proxy' অপশন।
৫. অন করুন 'Set Up Proxy' অপশন।
৬. সেখানে গিয়ে লিখুন 1.1.1.1
৭. এবার 'Ok' ক্লিক করুন।
ব্যস কেল্লাফতে। আর কোনও সমস্যা নেই। এবার নিশ্চিন্তে নেট অন করে গেম খেলুন, অন্য সোশাল মিডিয়ায় নজর রাখুন। হোয়াটসঅ্যাপে বস হাজার মেসেজ করলেও তা পাবেন না আপননি। হবে না, 'ডবল ক্লিক'। তাই সমস্যাও নেই। আর অপেক্ষা কেন? চেষ্টা করে দেখুন এখনই।
