shono
Advertisement

Breaking News

Income Tax Department

আর দেওয়া যাবে না কর ফাঁকি? আয়কর বিভাগ নিয়ে এল AI পোর্টাল

ডিজিটাল লেনদেনের প্যাটার্নকে খতিয়ে দেখেই কেল্লাফতে করবে প্রোজেক্ট সত্য!
Published By: Biswadip DeyPosted: 05:56 PM Sep 18, 2025Updated: 05:56 PM Sep 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ধীরে ধীরে দৈনন্দিন জীবনের বিভিন্ন ধাপে অন্তর্ভুক্ত হতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার জানা গেল, আয়কর বিভাগেও ঢুকে পড়েছে এই নয়া প্রযুক্তি। আর এর সাহায্যেই কর ফাঁকির বিরুদ্ধে লড়তে নিয়ে আসা হল প্রোজেক্ট সত্য। ডিআরডিও এবং সিবিডিটির মতো দুই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে মিলে তারা এই নয়া পোর্টালের শুরুয়াৎ করেছে।

Advertisement

কীভাবে কাজ করবে এই পোর্টালটি? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে, কল ডেটা রেকর্ড এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে তদন্তকারীদের রিয়েল টাইম ও কার্যকরী তথ্য তুলে দেবে এই এআই। আয়কর বিভাগের দুই কর্মীই ওই সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন।

আপাতত বেঙ্গালুরুতে এর ব্যবহার শুরু হয়েছে। খুব শিগগিরি দেশব্যাপী ছড়িয়ে পড়বে প্রোজেক্ট সত্য। বিশেষজ্ঞরা বলছেন, এই পোর্টাল এমনভাবে তৈরি করা হয়েছে যা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মধ্যে গোপন লেনদেনের বিষয়টিও ধরা পড়বে। যা ধরতে কালঘাম ছুটে যায় আয়কর আধিকারিকদের।

জানা যাচ্ছে, প্রোজেক্ট সত্য কোনও সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে তিনি যে অ্যাপগুলি ব্যবহার করেন তার মধ্যে সেরা দশটিকে চিহ্নিত করবে। এর মধ্যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ইত্যাদিও রয়েছে। অর্থাৎ ডিজিটাল লেনদেনের প্যাটার্নকে খতিয়ে দেখেই পুরো বিষয়টি বোঝার চেষ্টা করা হবে। পাশাপাশি সন্দেহভাজনের মোবাইল টাওয়ারের জেটা দেখে লোকেশনও বের করা হবে। এই সমস্ত তথ্য জড়ো করেই সন্দেহভাজনদের সম্পর্কে আরও বেশি কর ফাঁকির বিষয়টি তুলে ধরবে প্রোজেক্ট সত্য।

পরিসংখ্যান বলছে, গত কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে বেড়েছে আয়কর রিটার্ন ফাইল করার পরিমাণ। কিন্তু কর ফাঁকি দেওয়ার অভিযোগও উঠছে। এই পরিস্থিতিতে বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে আবির্ভাব ঘটল প্রোজেক্ট সত্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধীরে ধীরে দৈনন্দিন জীবনের বিভিন্ন ধাপে অন্তর্ভুক্ত হতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
  • এবার জানা গেল, আয়কর বিভাগেও ঢুকে পড়েছে এই নয়া প্রযুক্তি।
  • ডিজিটাল লেনদেনের প্যাটার্নকে খতিয়ে দেখেই কেল্লাফতে করবে প্রোজেক্ট সত্য!
Advertisement