সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। তার আগেই ভারতের বাজারে কার্যত জলের দরেই ট্যাব লঞ্চ করল লেনোভো (Lenovo)। সংস্থার দাবি, নয়া এই ট্যাব একেবারেই নতুন প্রযুক্তিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। আছে একগুচ্ছ নতুন ফিচার। দেওয়া হয়েছে ১০.১ ইঞ্চির LCD ডিসপ্লে, যা ইউজারদের অন্য অভিজ্ঞতা দেবে বলে দাবি মোবাইল প্রস্তুতকারী সংস্থার। এখানেই শেষ নয়, নয়া প্রযুক্তির এই ট্যাবে ৪ জিবি র্যাম (RAM) দেওয়া হয়েছে। আছে MediaTek Helio G85 প্রশেসর। ফলে স্লো হওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে ইউজারদের। এছাড়াও এতে 4G LTE সাপোর্ট করবে, ফলে তড়িৎ গতিতে মিলবে ইন্টারনেট।
লেনোভো সংস্থার দাবি, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে ট্যাবের ডিজাইন করা হয়েছে। দেওয়া হয়েছে মেটালিক ডিজাইন, যা একনজরে ক্রেতাদের নজর কাড়বে। এখানেই শেষ নয়, গান কিংবা যে কোনও কাজের ক্ষেত্রে সাউন্ড যাতে কোনও বাধা না হয়, সেজন্য সংস্থার নতুন প্রযুক্তির এই ট্যাবে দেওয়া আছে ডুয়েল স্পিকার। আছে Dolby Atmos এবং 8MP রিয়র ক্যামেরা। ট্যাবের ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সলের। অফিশিয়াল কাজের ক্ষেত্রেই ট্যাবের ব্যবহার অনেক বেশি হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ট্যাবের প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে স্টোরেজ একটা বড় ইস্যু হয়ে থাকে।
আর সে কথা মাথায় রেখেই নয়া এই ট্যাবে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। প্রয়োজনে এসডি কার্ডের মাধ্যমে 1 TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। নয়া এই ডিভাইস Android 14 এর উপর বেস করে তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, দু'বছরের অ্যানড্রয়েড আপডেট পাওয়া যাবে। দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। সংস্থার দাবি, বারবার চার্জে বসানো থেকে মুক্তি দিতে ট্যাবে ব্যবহার করা হয়েছে 5100mAh এর ব্যাটারি। টাইপ সি অর্থাৎ সাধারণ স্মার্টফোনে ব্যবহৃত চার্জার দিয়েই খুব সহজে ট্যাবটিকে চার্জ দেওয়া সম্ভব। পাশাপাশি ব্লু-টুথ সহ অন্যান্য সুবিধাগুলিও পাবেন ইউজাররা।
কিন্তু নয়া এই ট্যাবের দাম কত? গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ট্যাবের বেশ কয়েকটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। ভেরিয়েন্ট অনুযায়ী সেগুলির দাম পড়বে। যেমন 4 জিবি র্যাম (RAM) + 64 জিবি, ওয়াই-ফাই ট্যাবটির দাম পড়বে ১০ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে 4 জিবি র্যাম (RAM) + 128 জিবি, ওয়াই-ফাই ট্যাবটির দাম পড়বে ১১ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে 4 জিবি র্যাম (RAM) + 64 জিবি স্টোরেন ওয়াই-ফাই + LTE এর দাম পড়বে ১২ হাজার ৯৯৯ টাকা। দুটি আকর্ষণীয় রঙে এই ট্যাব কেনা যাবে। অনলাইন এবং অফলাইনে নয়া ট্যাব কেনা যাবে। কেনা যাবে লেনোভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও।
