shono
Advertisement

Breaking News

Vande Bharat

পুজোর মাঝে শেষমুহূর্তে ভ্রমণের প্ল্যান? ১৫ মিনিট আগেই টিকিট কেটে উঠে পড়ুন বন্দে ভারতে

ব্যাপারটা কী?
Published By: Tiyasha SarkarPosted: 06:51 PM Aug 11, 2025Updated: 08:42 AM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জরুরি পরিষেবায় যুক্ত? পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান কষে ফেললেও ছুটি মিলবে কি না, তা বুঝতে পারছেন না? এদিকে আগেভাগে টিকিট না কাটলে তো ঘুরতে যাওয়া সম্ভব নয়। তাই পরিকল্পনা অনেক কিছু থাকলেও কী করবেন বুঝে উঠতে পারছেন না? আপনার জন্য রয়েছে দারুণ খবর। শেষমুহূর্তে ছুটি পেলেও ট্রিপ বাতিলের দিন শেষ। কারণ, এবার ট্রেনযাত্রার ১৫ মিনিট আগেই টিকিট কাটতে পারবেন বন্দে ভারতের।

Advertisement

আগেই দূরের সফরের টিকিট বুকিংয়ের নিয়ম বদল করেছে রেল। বর্তমানে সফরের ৬০ দিন আগে টিকিট কাটা যায়। ফলে যারা আচমকা প্ল্যান করেন, তাঁদের প্রবল সমস্য়ায় পড়তে হয়। সেক্ষেত্রে একমাত্র পথ থাকে তৎকাল বুকিং। কিন্তু সেটাও নিশ্চিত নয়। অনেকক্ষেত্রেই টিকিট মেলে না। বন্দে ভারতে যাত্রা করতে চাইলে আর এই সমস্যা ভোগ করতে হবে না। রেল সূত্রে খবর, এবার থেকে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত টিকিট কাটা যাবে বন্দে ভারতের। এই সিদ্ধান্তে যাত্রীরা উপকৃত হবে বলেই আশাবাদী রেল।

কীভাবে বুকিং করবেন?

১. প্রথমে www.irctc.co.in- এ যান।
২.নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। অ্যাকাউন্ট না থাকলে নতুন করে তৈরি করুন।
৩. কোন স্টেশন থেকে উঠবেন, কোথায় যাবেন, কবে যাবেন তা লিখুন। বেছে নিন বন্দে ভারত।
৪. কোন ক্লাসে টিকিট কাটবেন তা বেছে নিন।
৫. অনলাইন পেমেন্ট করে দিন। ব্যস কেল্লাফতে। ব্যাগ নিয়ে উঠে পড়ুন ট্রেনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার থেকে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত টিকিট কাটা যাবে বন্দে ভারতের।
  • এই সিদ্ধান্তে যাত্রীরা উপকৃত হবে বলেই আশাবাদী রেল।
Advertisement