সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NPCI, রেজরপে-এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে ওপেন AI। যার ফলে এবার ChatGPT-তে মিলবে অনলাইন পেমেন্টেরও সুযোগ। যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। ব্যাপারটা ঠিক কী? কীভাবে পেমেন্ট করবেন? চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
জানা গিয়েছে, NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া), রেজর-পে ও ওপেন এআই জোট বেঁধে শুরু করছে এই পাইলট প্রোজেক্ট। যেখানে চ্যাটজিপিটির চ্যাটিং ইন্টারফেসেই করা যাবে কেনাকাটা। এখানেই শেষ নয়, সেখান থেকেই ইউপিআই পেমেন্টও করা যাবে নিমেষেই। জানা যাচ্ছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও এই প্রোজেক্টের অংশ। ওপেন AI-এর তরফে অলিভার জয় বলেন, "NPCI-এর সঙ্গে কাজ করতে পেরে আমরা খুশি। আমাদের এই প্রজেক্ট ডিজিটাল পেমেন্টকে অন্য মাত্রা দেবে।"
প্রসঙ্গত, UPI বর্তমানে ভারতের এক নম্বর ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো। প্রতিমাসে ২০ বিলিয়ন মানুষ ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করেন। এই নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে NPCI এবং OpenAI কীভাবে চ্যাটবটের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন সহজ করতে পারে তা নিয়ে কাজ চলছে। জানা গিয়েছে, এই পাইলট প্রজেক্টটি এখনও প্রাথমিক স্তরে রয়েছে। আপাতত এই পদ্ধতিতে বিগ বাস্কেট কেনাকাটা করতে পারবেন।
