shono
Advertisement
OpenAI

সোশাল ভিডিও অ্যাপ আনল OpenAI! বন্ধুদের জুড়ে বানান 'কৃত্রিম' ভিডিও

নিরাপত্তার কথা মাথায় রেখে অশ্লীল কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানানোর সুযোগ বন্ধ করে রেখেছে সংস্থাটি।
Published By: Biswadip DeyPosted: 05:24 PM Oct 02, 2025Updated: 05:17 PM Oct 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকলের। এবার এআই-ভিত্তিক ভিডিও তৈরির সুযোগ করে দিতে স্যাম অল্টম্যানের সংস্থা আনল নতুন সোশাল ভিডিও অ্যাপ ‘সোরা’। তবে আপাতত কেবল আমেরিকা ও কানাডার আইফোন ইউজাররাই এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া অ্যান্ড্রয়েডে কবে থেকে তা চালু হবে, সেটাও জানা যায়নি।

Advertisement

ঠিক কেমন এই অ্যাপটি? টিকটক কিংবা ইনস্টাগ্রামের রিলসের মতোই শর্ট ভিডিও বানানো যাবে এই অ্যাপ থেকে। কিন্তু বিশেষত্ব হল এখানে ব্যবহার করা হবে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অ্যাপের প্রধান আকর্ষণ হতে চলেছে ‘ক্যামিও’ নামের একটি ফিচার। ইউজাররা ছোট্ট ভিডিও বানাতে পারবেন এআই ব্যবহার করে। অন্য ইউজাররা চাইলে সেই ভিডিও ব্যবহার করে নিজেরা নতুন ক্লিপ তৈরি করতে পারবেন। সোরা ২ মডেল ব্যবহার করতে পারবেন তাঁরা।

এই ক্যামিও নামক ফিচার ব্যবহার করে বন্ধুদের তো বটেই, অনুমতি থাকলে অন্য যে কাউকেই ভিডিওয় যোগ করে ফেলা যাবে। তবে সেক্ষেত্রে যাঁর মুখ ব্যবহার করা হল, তিনিও ভিডিওটির 'কো-ওনার' হবেন। তিনি ভিডিওটির 'অ্যাক্সেস' নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকী, ভিডিওটি ডিলিট করেও দিতে পারবেন।

এছাড়া থাকছে আরও একটি ফিচার, যার নাম 'রিমিক্স'। এটির সাহায্যে ইউজাররা যে কোনও ক্লিপ ট্রেন্ডে গা ভাসাতে পারবেন। তবে ভিডিওগুলির দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হবে না।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ভিডিওগুলির নিরাপত্তা নিয়ে। সেকথা মাথায় রেখেই ওপেনএআই নিয়ম করেছে, অশ্লীল কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানানো যাবে না।

পাশাপাশি সেলেব্রিটিজের মুখও ব্যবহারের অনুমতি নেই। তবে কোনও জনপ্রিয় ব্যক্তি নিজে তাঁর 'ক্যামিও' আপলোড করে ব্যবহারের সম্মতি দিলে অন্য কথা। আপাতত এই নয়া অ্যাপ নিয়ে উত্তেজিত সংস্থার কর্তারা। তাঁরা একে 'ভিডিওর চ্যাটজিপিটি মুহূর্ত' বলে বর্ণনা করতে শুরু করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এআই-ভিত্তিক ভিডিও তৈরির সুযোগ করে দিতে স্যাম অল্টম্যানের সংস্থা আনল নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ ‘সোরা’।
  • তবে আপাতত কেবল আমেরিকা ও কানাডার আইফোন ইউজাররাই এটা ব্যবহার করতে পারবেন।
  • অ্যান্ড্রয়েডে কবে থেকে তা চালু হবে, সেটাও জানা যায়নি।
Advertisement