সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। এবার আত্মপ্রকাশ করল চ্যাটজিপিটির নতুনতম সংস্করণ। চ্যাটজিপিটি-৫। আর তারপরই টেসলা সিইও এলন মাস্ক হুঁশিয়ারি দিলেন মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে। জানালেন, ওপেনআই এবার মাইক্রোসফটকে গিলে খেয়ে ফেলবে।
এদিন সত্য নাদেলা এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, 'আজ জিপিটি-৫ আমাদের সব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, কোপাইলট, জিটহাব কোপাইলট ও আজুরে এআই ফাউন্ড্রিতে। এখনও পর্যন্ত এটাই আমাদের পার্টনার ওপেনএআইয়ের সবচেয়ে দক্ষ মডেল। কোডিং, চ্যাট বা রিজনিংয়ের সব প্রশিক্ষণ পেয়েছে আজুরেতে।' আর এই পোস্টটি রিটুইট করে এলন মাস্ক লেখেন, 'ওপেনএআই মাইক্রোসফটকে জ্যান্ত খেয়ে ফেলবে।'
এর জবাবে সত্য নাদেলা লেখেন, '৫০ বছর ধরে মানুষ চেষ্টা করে চলেছে আর সেটাই হল আসল মজা! রোজই আপনি নতুন কিছু শিখবে আর উদ্ভাবন করেন, অংশীদার হবেন, প্রতিযোগিতাও করবেন। আজুরেতে গ্রক ৪-এর জন্য উত্তেজিত। তাকিয়ে আছি গ্রক ৫-এর দিকে।'
এদিকে চ্যাটজিপিটি-৫ নিয়ে সত্য নাদেলা উত্তেজিত হলেও খোদ স্রষ্টা স্যাম অল্টম্যান কিন্তু আশঙ্কাও করছেন। সম্প্রতি একটা পডকাস্টে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সেই সময়ই তিনি উদ্বেগ প্রকাশ করেন চ্যাটজিপিটি-৫-এর দক্ষতা নিয়ে। জানান, এমন জটিল সমস্যার সমাধান তিনি দ্রুত করতে দেখেছেন চ্যাটবটটিকে, যা তিনি নিজেও করতে পারেননি! তিনি সাফ জানাচ্ছেন, যেভাবে চ্যাটজিপিটি উন্নতি করেছে এবং ‘স্বশাসিত’ মডেল হয়ে উঠছে তা বিস্ময়কর। তিনি অবশ্য নিয়ন্ত্রণহীনতার কথা বলছেন না। বলতে চাইছেন, চ্যাটজিপিটি এমন এক জগতে ঢুকে পড়ছে যেখানে তার বৌদ্ধিক সীমানা যেন মানুষের জ্ঞানবৃত্তিকেও টপকে যাওয়ার উপক্রম করছে।
