সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র ক'টা দিন। তারপরই আগামী ৯ আগস্ট রাখিবন্ধন উৎসবে মাতবে দেশ। ভাইয়ের হাতে রাখি বাঁধবেন, আর সঙ্গে উপহার, দেবেন না, তা কি হয়? আবার কোনও গিফ্ট না পেলে ছোট্ট বোনটিও তো মুখ ফুলিয়ে বসে থাকবে। কিন্তু পকেট যদি ভারী না থাকে, তাহলেই তো গেরো! তবে আপাতত নো টেনশন। ফ্লিপকার্ট, আমাজনের মতো ই-কমার্স সাইট থেকে কিনে ফেলতে পারেন দুর্দান্ত গ্যাজেট। তাও আবার সাধ্যের মধ্যেই। ৫০০ টাকা মতো খরচ করলেই ভাই-বোনের মুখে ফুটবে চওড়া হাসি। চলুন জেনে নেওয়া যাক এই বাজেটে কী কী গ্যাজেট কিনে নিতে পারবেন।
ট্রিগার আলট্রাবাডস N1 নিও (ইয়ার বাড)
এই ইয়ার বাডটিতে একবার চার্জ করলে ৪০ ঘণ্টা ব্যবহার করতে পারবেন। ৫.৩ ভার্সানের ব্লুটুথটি ১০ মিটার দূরত্ব পর্যন্ত পরিষেবা দিতে সক্ষম। টাচ কন্ট্রোল এবং উন্নত বিল্ড-ইন মাইক্রোফোনের জন্য ফ্লিপকার্টে এই ইয়ার বাড ভালো রেটিং পয়েন্ট পেয়েছে। ৫৯৯ টাকাতেই এটি পেয়ে যাবেন। তবে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং সুপার কয়েন থাকলে তা আরও সস্তায় কিনতে পারবেন।
হ্যামার আলট্রা চার্জ ১০০০০ এমএএইচ (পাওয়ার ব্যাঙ্ক)
এতে রয়েছে একটি টাইপ-সি এবং দু'টি ইউএসবি পোর্ট। অর্থাৎ একসঙ্গে একাধিক ডিভাইস অনায়াসে চার্জ করা যাবে। ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করায় অল্প সময়েই আপনার চাহিদা পূরণ হবে। আমাজনে সার্চ করলেই ৬৪৯ টাকায় কিনতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্ক। ভাগ্যক্রমে পেয়ে যেতে পারেন কোনও অফারও।
বোট স্টোন ১৩৫ (পোর্টেবল স্পিকার)
টানা ১১ ঘণ্টা গান শোনা যাবে এই স্পিকারে। ব্লুটুথ ৫-এর সঙ্গে কানেক্ট করে ১০ মিটার দূরত্ব থেকেও ব্য়বহার করা যায়। ফ্লিপকার্টে ৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই পোর্টেবল স্পিকার। আবারও পেয়ে যেতে পারেন কোনও আকর্ষণীয় ডিসকাউন্ট।
পোর্ট্রোনিক্স তুফান (হ্যান্ডহেল্ড ইউএসবি ফ্যান)
বোন বা দিদি কি মেকআপ করতে ভালোবাসেন? তাহলে তাঁদের জন্য আদর্শ হতে পারে এই উপহার। কারণ মেকআপকে চটপট সুন্দরভাবে বসিয়ে দিতে সাহায্য করে ২০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপের এই ফ্যান। একবার চার্জে চলে প্রায় সাড়ে ৪ ঘণ্টা। দাম? ৬৯৯ টাকা।
ফিলিপস 8144/46 (হেয়ার ড্রায়ার)
১০০০ ওয়াটের এই ড্রায়ারের আকর্ষণীয় ফিচারের সৌজন্যে নানা ধরনের হেয়ারস্টাইল করে নিতে পারবেন। ফ্লিপকার্টে এই পণ্যের রেটিংও বেশ ভালো। তাই ৫৩৪ টাকা খরচ করে কিনে নিতেই পারেন হেয়ার ড্রায়ারটি।
