shono
Advertisement
SBI

টাকা পাঠানোর আগে সাবধান! ডিপফেক স্ক্যাম রুখতে কড়া সতর্কতা জারি করল SBI

কী এই ডিপফেক স্ক্যাম? জানুন প্রতারণার শিকার হলে কী করবেন।
Published By: Buddhadeb HalderPosted: 03:51 PM Jan 10, 2026Updated: 04:42 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল লেনদেনের যুগে প্রতারণার ফাঁদ এখন আরও জটিল। কখনও পরিচিতের হুবহু কণ্ঠস্বর, আবার কখনও ভিডিও কলে খোদ বন্ধুর মুখ— কৃত্রিম মেধা বা এআই-কে হাতিয়ার করে সাধারণ মানুষকে লুঠছে সাইবার দস্যুরা। এই নতুন আপদ ‘ডিপফেক’ নিয়ে এবার গ্রাহকদের জন্য কড়া সতর্কতা জারি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

Advertisement

কী এই ডিপফেক স্ক্যাম?
ব্যাঙ্ক জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর এবং ছবি অবিকল নকল করছে। আপনার পরিবারের সদস্য, বন্ধু বা অফিসের বসের মতো দেখতে ভুয়ো ভিডিও তৈরি করে আপনার বিশ্বাস অর্জন করছে তারা। এরপর তৈরি করা হচ্ছে একটি ‘জরুরি পরিস্থিতি’। সেই অজুহাতে আপনার কাছে দ্রুত টাকা চাওয়া হচ্ছে। ভিডিও কল বা ভয়েস কল এতটাই নিখুঁত যে, মানুষ অনায়াসেই প্রতারিত হচ্ছেন।

এসবিআই-এর পরামর্শ
ব্যাঙ্ক তাদের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে গ্রাহকদের সতর্ক করেছে। কী পরামর্শ দিচ্ছে তারা? জেনে নিন। 

১) তাড়াহুড়ো করবেন না: টাকা পাঠানোর জন্য কেউ খুব বেশি চাপ দিলে বা আবেগঘন পরিস্থিতির কথা বললে এক মুহূর্ত থামুন।

২) তথ্য যাচাই জরুরি: শুধু ভিডিও কল দেখেই টাকা পাঠাবেন না। অন্য কোনও মাধ্যমে বা অন্য ফোনে সেই ব্যক্তিকে কল করে সত্যতা যাচাই করুন।

৩) অপরিচিত লিঙ্কে ক্লিক নয়: ব্যাংক কর্মকর্তা সেজে ফোন করলেও কখনওই সন্দেহজনক লিঙ্ক বা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না।

কোথায় অভিযোগ জানাবেন?
যদি আপনি প্রতারণার শিকার হন, তবে সময় নষ্ট না করে সরাসরি ১৯৩০ হেল্পলাইন নম্বরে ফোন করুন। এছাড়া সরকারি পোর্টাল cybercrime.gov.in-এ গিয়ে দ্রুত অভিযোগ নথিভুক্ত করুন।

বর্তমানে অপরাধীরা টেকনোলজিকে বর্ম হিসেবে ব্যবহার করছে। এসবিআই মনে করিয়ে দিচ্ছে, আপনার সামান্য অসতর্কতা কিন্তু আজীবনের সঞ্চয় নিমেষে গায়েব করে দিতে পারে। তাই প্রযুক্তিকে বিশ্বাস করুন, কিন্তু তার অপব্যবহার সম্পর্কেও সচেতন থাকুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃত্রিম মেধা বা এআই-কে হাতিয়ার করে সাধারণ মানুষকে লুঠছে সাইবার দস্যুরা।
  • ‘ডিপফেক’ নিয়ে এবার গ্রাহকদের জন্য কড়া সতর্কতা জারি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
  • আপনার সামান্য অসতর্কতা কিন্তু আজীবনের সঞ্চয় নিমেষে গায়েব করে দিতে পারে।
Advertisement