shono
Advertisement

Breaking News

Emoji

মনের ভাব প্রকাশে কিবোর্ডে জুড়ছে নয়া ৯ ইমোজি, মানে না জেনে ভুলেও পাঠাবেন না!

একনজরে দেখে নিন কোন কোন ইমোজি অ্যাড হবে কিবোর্ডে?
Published By: Tiyasha SarkarPosted: 05:53 PM Jan 18, 2026Updated: 05:53 PM Jan 18, 2026

সবকিছু কি আর মুখে বলা যায়! সব কথা মুখে বলতে ভালোও লাগে না। তাহলে মনের কথা প্রকাশ করার উপায় কী? প্রযুক্তির যুগে ইমোজির মতো বন্ধু আর কে আছে! হঠাৎ কাজের মাঝে সঙ্গীর জন্য মন কেমন করে উঠলে অনুভূতি প্রকাশ্যে অব্যর্থ ইমোজি। এক ক্লিকেই কেল্লাফতে! একইভাবে রাগ, অভিমান, অবসাদ, আনন্দ সব অনুভূতি প্রকাশ করা যায় ইমোজি ব্যবহার করেই। তাই বরাবরই তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মাঝে মাঝেই তালিকায় যুক্ত হয় নতুন নতুন ইমোজি। চলতি বছর অর্থাৎ ২০২৬-এ সকলের কিবোর্ডে জুড়তে পারে নয়া ৯ টি ইমোজি। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী। 

Advertisement

ইমোজিপিডিয়া থেকে পাওয়া সূত্র বলছে, যে নটি নতুন ইমোজি আসতে চলছে তার মধ্যে আকর্ষণের কেন্দ্রে থাকবে দুটি, একটি হল Pickle। পিকল অর্থে আচার হলেও এখানে বোঝানো হচ্ছে বিশেষ কোনও মশলা বা ভিনিগার দিয়ে প্রিজার্ভ করা শসা। ছবিটিতে দেখা যাচ্ছে শসাই। অপরটি হল Meteor বা উল্কাপিণ্ড। এছাড়াও থাকছে হাসিমুখের একটি ইমোজি। যার চোখ থাকবে কোঁচকানো। থাকবে বামদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল, ডানদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল, লাইটহাউস অর্থাৎ বাতিঘর, মোনার্ক প্রজাপতি অর্থাৎ কমলা, কালো ও সাদা রঙের প্রজাপতি। এটি জীবনচক্রের জন্য পরিচিত। এরা প্রতিবছর হাজার হাজার মাইল ভ্রমণ করে। নতুন ইমোজির তালিকায় থাকছে ইরেজার। থাকবে একটি হাতলযুক্ত জালের ইমোজিও। মনে করা হচ্ছে, এই পিকল ও মোনার্ক প্রজাপতির ইমোজি ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসবে।

 

কিবোর্ডে যুক্ত হতে পারে এই ইমোজিগুলো।

কিন্তু কবে থেকে এই ইমোজিগুলি যুক্ত হবে কিবোর্ডে? জানা যাচ্ছে, বিষয়টা এখন খসড়া পর্যায়ে রয়েছে।  এরপর ইউনিকোড এই ইমোজির তালিকা পাঠাবে স্যামসাং, অ্যাপল, গুগলের মতো সংস্থাকে। তাদের তরফে অ্যাপ্রুভাল মিললে তবে ব্যবহারকারীরা এই ইমোজিগুলি ব্যবহার করতে পারবেন। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে কিবোর্ডে যুক্ত হতে পারে এই ৯ চিহ্ন। তবে অর্থ না যেনে ভুলেও এই ইমোজি যেন কাউকে পাঠিয়ে বসবেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement