সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ব্যবহারকারীদের জন্য বড়সড় সুখবর। এবার লেনদেনের সর্বোচ্চ সীমায় বড়সড় পরিবর্তন আনল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।
সোমবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে, নির্দিষ্ট ক্যাটাগরিতে যাচাইকৃত ব্যবসায়ীর ক্ষেত্রে (পার্সন-টু-মার্চেন্ট বা পি২এম) ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। একইসঙ্গে একক লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
গত মাসে জারি করা সার্কুলারে এনপিসিআই জানিয়েছিল, বিমা প্রিমিয়াম, শেয়ার বাজারে বিনিয়োগ, ভ্রমণ খরচ, কালেকশনস এবং সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম)-এর মতো ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের সীমা উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। এই ক্ষেত্রে আগে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ লক্ষ টাকা দেওয়া যেত, সেটি এখন বেড়ে হয়েছে ৫ লক্ষ টাকা। প্রতিদিন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করার সুযোগ থাকবে। সরকারি ই-মার্কেটপ্লেসে কর প্রদান, আর্নেস্ট মানি ডিপোজিটের মতো খাতে আগে প্রতি লেনদেনের সীমা ছিল ১ লক্ষ টাকা। এখন তা বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে।
অন্যদিকে ক্রেডিট কার্ড বিলও ইউপিআইয়ের মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত মেটানো যাবে, যেখানে প্রতিদিন সর্বোচ্চ সীমা ধরা হয়েছে ৬ লক্ষ টাকা। তবে পার্সন-টু-পার্সন (পি২পি) লেনদেনে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই প্রতিদিন ১ লক্ষ টাকার সীমা বহাল থাকবে।
