সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো মানে এক বিরাট আয়োজন। বোধন থেকে বিসর্জন, রয়েছে নানারকম রীতি। সবটা হাতের কাছে গোছানো থাকলেও অনেক ক্ষেত্রেই শেষমুহূর্তে দেখা যায়, কিছু একটা নেই। সেক্ষেত্রে আবার দৌড়তে হয় বাজারে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ‘ওয়াহ! স্বাহা’। শুধু শেষমুহূর্তে দু-একটা জিনিস হাতের কাছে পৌঁছে দেওয়াই নয়, প্রয়োজনে গোটা পুজোরও আয়োজন করে দেবে কলকাতার এই স্টার্ট আপ।
ব্যাপারটা ঠিক কী? এই 'ওয়াহ! স্বাহা' নিমেষেই আপনার বাড়িতে পৌঁছে দেবে পুজোর দশকর্মার সামগ্রী, প্রতিমা, ফুল, মিষ্টি-সহ যাবতীয় জিনিস। এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপে জানালে বাড়িতে পৌঁছে যান পুরোহিতও। কয়েকবছর আগেই শুরু এদের পথচলা। চলতি বছরের কিছু দুর্গাপুজোর সম্পূর্ণ আয়োজনও তিন বন্ধু রাহুল পাহাড়ি, অঙ্কন বণিক ও কস্তুরী পাঠকের এই স্টার্ট আপের দায়িত্বে। কলকাতার বেশ কয়েকটি আবাসনের পুজো ও দুর্গাপুরের একটি পুজোর সম্পূর্ণ দায়িত্ব এবার এদের হাতেই। এখানেই শেষ নয়, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত (কলকাতার মধ্যে) বাড়িতে পৌঁছে দেওয়া হয় নিত্যপুজোর ফুলও। গোটা রাজ্যের ক্ষেত্রে রয়েছে ফুল-মিষ্টি বাদে বাকি সমস্ত পুজো সামগ্রী অনলাইন ডেলিভারির ব্যবস্থা।
'Wah! Swaha’র তরফে রাহুল জানান, আপাতত দেশের মধ্যে চালু রয়েছে এই পরিষেবা। পরবর্তীতে বিদেশেও ডেলিভারির পরিকল্পনা রয়েছে। প্ল্যানিং রয়েছে অ্যাপ তৈরির। যাতে অর্ডারের প্রক্রিয়া আরও সহজ হয়। কিন্তু কেন এই রকম উদ্যোগ? রাহুলের কথায়, “আমি ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছি, তাই পুজোর আচার সম্পর্কে একটা ধারণা ছিলই। আমার পুরো পরিবার পুজোর সঙ্গে জড়িত। চাই পুজো হোক আনন্দ ও ভক্তির উৎসব, প্রস্তুতি নিয়ে ঝামেলা না থাকুক।" নিশ্চয়ই ভাবছেন কীভাবে যোগাযোগ করবেন? কী প্রয়োজন জানিয়ে দিন ৮১০০৩৪৩৫৩৪ নম্বরে। ব্যস কেল্লাফতে।
