সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতে একাধিকবার বিতর্কের শিরোনামে বিরাজ করেছেন। সহকর্মীর সঙ্গে কুৎসিত আচরণের জন্য ধারাবাহিক থেকেও বাদ পড়েছিলেন। প্রেমের সম্পর্কে থাকাকালীন তাঁর উপর শারীরীক নিগ্রহের অভিযোগ এনেছিলেন তৎকালীন প্রেমিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 'রগচটা মেজাজে'র জন্য বারবার ঝামেলাতেও পড়তে হয়েছে জয় মুখোপাধ্যায়কে (Joy Mukherjee)। গ্রেপ্তারও হতে হয়েছিল তাঁকে! তবে অতীতের সেইসমস্ত তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা।
শনিবার গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়লেন জয় মুখোপাধ্যায়। সিরিয়ালের সুবাদে জয় যখন টেলিদর্শকদের অন্দরমহলে অত্যন্ত জনপ্রিয়, ঠিক সেইসময়েই বিতর্কের জেরে তাঁর কেরিয়ারের নিম্নগামী হওয়া শুরু করে। তবে বছর খানেক ধরেই টলিউডে সেভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন। সম্প্রতী শ্রী দুর্গা সিনেমার শুটিংও সেরেছেন জয়। এবার চুপিসারে মায়ের পছন্দ করা পাত্রীর গলাতেই মালা দিলেন অভিনেতা। পাত্রী অবশ্য ইন্ডাস্ট্রির কেউ নন। জেলা আদালতের বিচারক অলিভিয়া ভট্টাচার্য। বর্তমানে মেদিনীপুরে কর্মরত। শনিবার সন্ধেয় বারাসতের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। অলিভিয়ার টুকটুকে লাল বেনারসির সঙ্গে রং মিলান্তি চিকনকারি ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন জয় মুখোপাধ্যায়। পরিবারের দেখাশোনা পাত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধে খুশি অভিনেতা।
কিন্তু এত রাখঢাক কেন বিয়ের ক্ষেত্রে? এপ্রসঙ্গে জয়ের জবাব, "বিয়ের পরই সকলকে জানানোর ইচ্ছে ছিল।" রবিবার জয়ের উত্তরপাড়ার বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান হবে। আর অতি সত্ত্বর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে একটা রিসেপশন পার্টির পরিকল্পনাও রয়েছে অভিনেতার। সামনেই সেলিব্রিটি ক্রিকেট লিগ, তার ফাঁক সময় পেলে মধুচন্দ্রিমা সারবেন জয়-অলিভিয়া।