সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই জটিল অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরেছেন ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। জীবনকে নতুনভাবে ফিরে পেয়েছেন তিনি। হঠাৎই দ্বিতীয় ধাপের লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কার্যতই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এরপর মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন তিনি। চলে দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচার। এই পুরো কঠিন সময় তাঁর পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম।
এবার অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর স্বামী শোয়েবের প্রথম জন্মদিন পালন করলেন দীপিকা। লিখলেন সোশাল মিডিয়ায় এক আবেগী পোস্ট। সেই পোস্টের বিভিন্ন ছবিতে দীপিকা তাঁর স্বামী ও পরিবারের সঙ্গে কাটানো মুহুর্ত তুলে ধরেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে শোয়েবের হাত ধরে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। অন্যান্য ছবি গুলিতেও স্বামীর সঙ্গে ভালবাসায় মোড়া ছবি ও সন্তানের সঙ্গে তাঁদের দুজনের ছবি রয়েছে। ক্যাপশনে দীপিকা লিখেছেন, 'সেই মানুষটার জীবনের বিশেষদিন উদযাপন করছি যে আমার জীবন আলোয় আলোকিত করেছে। তুমিই সেই যে আমার সঙ্গে ভালো ও খারাপ দুই সময়েই পাশাপাশি হেঁটেছো।'
অন্যদিকে হাসপাতালে ভর্তি থেকে অস্ত্রোপচারের সময়ের কথা বলতে গিয়ে দীপিকা লিখেছেন, 'শেষ কিছুদিন আমরা দুজনেই ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের দু'জনেরই খুব কঠিন সময় ছিল সেটা। আমার বিভিন্ন রিপোর্ট আসার আগে তোমার দুশ্চিন্তা, আমার চিন্তায় ভেঙে পড়া সবকিছুই প্রত্যক্ষ করেছি। বহুরাত না ঘুমিয়েই কাটিয়েছো তুমি। বাড়িতে ফেরার পরেও তোমার দুশ্চিন্তা এতটুকু কমেনি। বারবার ঘুম থেকে উঠে দেখো যে আমি ঠিক আছি কিনা।' স্বামীর জন্মদিনে তাঁকে এক খোলা চিঠি লিখেছেন বলা যায় দীপিকা। সেই ছিঠিতে যেন ভালবাসার এক অন্য সংজ্ঞা লিখলেন তিনি।