shono
Advertisement
Madhubani Goswami

মাতৃত্ব 'জাহির' করে ট্রোলড মধুবনী! বিতর্কের মুখে কী 'সাফাই' অভিনেত্রীর?

'প্রমিসিং কেরিয়ার ছেড়ে মা হওয়া সহজ নয়', দীপিকা আবহে আর কী বললেন মধুবনী?
Published By: Arani BhattacharyaPosted: 05:32 PM Jun 07, 2025Updated: 05:32 PM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় পর্দায় প্রতিদিন তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শক। একের পর এক হিট ধারাবাহিকে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। নিজের কেরিয়ার যখন মধ্যগগনে তখন বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। বিয়ে সংসার, সন্তান সবকিছু সামলে এখন পর্দা থেকে বেশ দূরে তিনি। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকতে চেয়েই নিজের কেরিয়ারে বড় আত্মত্যাগ করেছেন। আর তা নিয়েই এবার ফলাও পোস্ট করে বিতর্কের মুখে মধুবনী। মাতৃত্ব নিয়ে পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর তাঁর পোস্ট দেখেই নেটিজেনদের একাংশের প্রশ্ন 'এত মাতৃত্ব জাহির করার কী আছে?'

Advertisement

কী লিখেছিলেন সেই পোস্টে মধুবনী যে এমন তোলপাড় শুরু হল তাঁকে ঘিরে নেটপাড়ায়? অভিনেত্রী লিখেছিলেন, 'মা হওয়া সত্যিই সহজ নয়। নিজের প্রমিসিং কেরিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে, সন্তান এবং সংসারের জন্য ত্যাগ স্বীকার করা মুখের কথা নয়। অনেকে হয়তো বলবেন, 'তোমার আর্থিক সচ্ছলতা আছে, তাই তুমি করেছ!' কিন্তু এখানেই একটা মস্ত বড় ভুল, যা আমি আপনাদের শুধরে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে এমন বহুজনকে চিনি, যাদের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও, তারা কিন্তু করেনি শুধু 'নিজের পয়সা' বা 'বরের পয়সা' থাকলেই হয় না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার সঙ্গে ছায়াসঙ্গীর মতো সেঁটে থাকার, তার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে বিসর্জন দেওয়ার মতো মনও থাকা দরকার যেটা সবার থাকে না।' আর এই পোস্টের পর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে নানা কুমন্তব্য। নেটিজেনদের একাংশ লিখেছেন, 'আপনি সেই অর্থে কাজ পাননি তাই অভিনয় জগৎ থেকে সরে এসে ভ্লগিং শুরু করেছেন। নিজের স্যালন শুরু করেছেন। ওটাকে স্যাক্রিফাইস করা বলে না।' কেউ বলেছেন, 'সংসার আর কেরিয়ার উভয়ই চাইলে ব্যালেন্স করা যায়। সবটাই নিজের উপর ডিপেন্ড করছে।'

 

যদিও চুপ করে থাকেননি মধুবনী। নেটিজেনদের কুমন্তব্যের জবাব দিয়েছেন তিনি সপাটে। উল্লেখ্য, ছেলে কেশব একটু বড় হওয়ার পর ধারাবাহিকে ফিরেছিলেন মধুবনী। মা তারার চরিত্রে অভিনয় করছিলেন তিনি সেই ধারাবাহিকে। সেই লুকেই তোলা একটি ছবি পোস্ট করে সেখানে মধুবনী লিখলেন, 'কারুর কারুর মতে, আমি নাকি কাজ পাইনি বলে, অভিনয় জগৎ ছেড়ে আসতে বাধ্য হয়েছি। চলুন, ছেলে ভোলানোর মতো করে, আপনাদেরও একটু ভোলাই। ঠিকাছে বাবা, আপনারা যা বলছেন, সেটাই ঠিক, আমিই ভুল, ঠিকাছে? শান্তি হয়েছে? নিজেদের মনকে এই বলে যদি সান্ত্বনা দিতে চান, দিন। তাতে আপনাদের মেন্টাল হেল্থ ভালো থাকবে। শুধু একটা কথা জেনে রাখবেন, অভিনয় বলুন, ভ্লগিং বলুন, স্যালন চালানোর মতো লিডারশিপ কোয়ালিটি বলুন, এই সব কিছুর জন্যই কিন্তু দক্ষতা লাগে। কোনোটাই তুড়ি মেরে করা সম্ভব নয়। সম্ভব হলে, হয়তো সবাই করতে পারতেন। কিন্তু সবাই তো পারেন না।'

 

মধুবনী আরও বলেছেন, 'তাই, অভিনয়ে তো আর ডাক পাও না, তুমি ওই করো, আর খুলেছো, এ নিজের বাচ্চাকে দেখিয়ে টাকা রোজগার করো, এই ধরনের কথা বলার আগে শুধু ভাববেন, যে এক সময় যার অভিনয় দেখতেন, আজ সোশ্যাল মিডিয়ায় তার ভ্লগ দেখেন এবং তার কীর্তি কলাপ নিয়ে আলোচনা করেন। তাহলে দর্শককে টেনে রাখার ক্ষমতা কার আছে? এই প্রশ্নটা শুধু নিজেকে একবার করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন'। নিজের জীবনের রোজনামচা নিজের ডেইলি ভ্লগে তুলে ধরেন অভিনেত্রী। সঙ্গে নিজের স্যালনও চালান তিনি। সংসার এবং সন্তান কেশব যে তাঁর জীবনের সবথেকে বেশি প্রাধান্য পায় তা তিনি বুঝিয়ে দিয়েছেন বরাবর। এই মুহূর্তে দীপিকা পাড়ুকোনের মাতৃত্ব ও কেরিয়ার বিতর্কে সরগরম সিনে দুনিয়া, তারই মাঝে মধুবনীর পোস্টে তোলপাড় নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরিয়ার যখন মধ্যগগনে তখন বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। বিয়ে সংসার, সন্তান সবকিছু সামলে এখন পর্দা থেকে বেশ দূরে তিনি।
  • নিজের উজ্জ্বল ভবিষ্যতকে বিসর্জন দেওয়ার মতো মনও থাকা দরকার যেটা সবার থাকে না'। আর এই পোস্টের পর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে নানা কুমন্তব্য।
  • নেটিজেনদের একাংশ লিখেছেন, 'আপনি সেই অর্থে কাজ পাননি তাই অভিনয় জগৎ থেকে সরে এসে ভ্লগিং শুরু করেছেন।
Advertisement