shono
Advertisement
Personal Finance

প্রাইমারি মার্কেটে আবির্ভাব এলজি ইলেকট্রনিক্সের, প্রভাব কতদূর?

ড্রাফ্ট অফার ডকুমেন্ট ইতিমধ্যে ফাইল করেছে এই সংস্থা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:03 PM Dec 18, 2024Updated: 06:03 PM Dec 18, 2024

প্রাইমারি মার্কেটে ঘোষণার মধ্যে উল্লেখযোগ‌্য এলজি ইলেকট্রনিক্সের আগমন। লগ্নির দুনিয়ায় কতটা প্রভাব ফেলতে পারবে ইলেকট্রনিক্সের এই নামী প্লেয়ার? আলোচনায় টিম সঞ্চয় 

Advertisement

ইপিও-র স্রোতে যে ভাঁটা পড়েনি, তা বেশ বোঝা যাচ্ছে বিভিন্ন সংস্থার প্রাইমারি মার্কেট সংক্রান্ত ঘোষণা দেখে। সর্বশেষ তালিকায় এসেছে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া যা অন‌্যতম বড় এবং নামী প্লেয়ার দেশের ইলেকট্রনিক্স সেক্টরে। ড্রাফ্ট অফার ডকুমেন্ট ইতিমধ্যে ফাইল করেছে এই সংস্থা। বাজারে খবর, বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন পড়বে না লগ্নিকারীদের কারণ এলজি কর্তৃপক্ষ দেরি না করে ইস্যুটি নিয়ে এগিয়ে যেতে চাইবেন। অফার ডকুমেন্ট অনুযায়ী, ১,০১,৮১৫,৮৫৯টি শেয়ার পর্যন্ত বিক্রি (অফার) করা হবে প্রোমোটার সংস্থার তরফে। প্রতিটি শেয়ারের ফেস ভ‌্যালু দশ টাকা।

কয়েকটি জরুরি তথ‌্য:
১- মোট ১০.১৮ কোটি শেয়ারের ‘অফার ফর সেল’।
২- সব মিলিয়ে ১৫,২৩৭ কোটি টাকা তুলতে চায় এলজি ইলেকট্রনিক্স।
৩- উদ্দেশ‌্য: ব‌্যবসা সম্প্রসারণ। হোম অ‌্যাপ্লায়েন্সের বাজারে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে করে নেওয়া।
৪- খবরে প্রকাশ, ভারতীয় বাজারে আনুমানিক ১৫ শতাংশ কম্পাউন্ডেড অ‌্যানুয়াল গ্রোথ রেট থাকবে ইলেকট্রনিক্স গুডসের আগামি পাঁচ বছরে। 
৫- রিটেল অংশ : ৩৫ শতাংশ।
৬- উল্লেখ‌্য, ভারতীয় বাজারে এলজি নিজের প্রোমোটার সংস্থাটিকে রয়ালটি দেয়, এবং দুই সংস্থার সম্পর্কের উপর বহু কিছু নির্ভর করবে ভবিষ‌্যতে। তবে আভ‌্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনায়, ব‌্যবসা সম্প্রসারণ করতে অসুবিধা হবে না এলজি-র। এই প্রসঙ্গে বলা যেতে পারে, অন‌্য একটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্ডাই মোটরও সম্প্রতি প্রাইমারি ইস্যু করেছে। সব ঠিক থাকলে এই জাতীয় প্লেয়াররা বড় মাপের ভ‌্যালুয়েশন দেখতে পাবে বলেও লগ্নিকারীরা বিশ্বাস করেন। ভালো লাভ হলে দেশি শেয়ারহোল্ডাররা যথাযথ ডিভিডেন্ড পেতে পারবেন।

সঙ্গের তালিকায় অন‌্য সম্ভাব‌্য লিস্টিং। ড্রাফ্ট অফার ডকুমেন্টের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
১. স্টার এগ্রিওয়‌্যারহাউজিং অ‌্যান্ড কো-ল‌্যাটারাল ম‌্যানেজমেন্ট
২. এসএফসি এনভায়রনমেন্টাল টেকনোলজিস
৩. ডেন্টা ওয়াটার অ‌্যান্ড ইনফ্রা সলিউশনস
৪.বেলরাইজ ইন্ড্রাস্ট্রিজ
৫. সম্ভব স্টিল টিউবস

অন‌্যদিকে প্রস্তাবিত এনএফও-র তালিকাও ভরে উঠছে। একগুচ্ছ নতুন ড্রাফ্ট অফার ডকুমেন্টের মধ্যে থেকে বেছে নেওয়া হল বিশেষ কয়েকটি।
১. টাটা ক্রিসিল আইবিএক্স এএএ এনবিএফসি জানুয়ারি ২০২৭ ইনডেক্স ফান্ড
২. গ্রো নিফটি ইন্ডিয়া রেলওয়েজ পিএসইউ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড
৩. এঞ্জেল ওয়ান নিফটি টোটাল মার্কেট ইনডেক্স ফান্ড
৪.বন্ধন কোয়ান্ট ফান্ড
৫. কোটাক নিফটি ১০০ ইকুয়াল ওয়েট এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিও-র স্রোতে যে ভাঁটা পড়েনি, তা বেশ বোঝা যাচ্ছে বিভিন্ন সংস্থার প্রাইমারি মার্কেট সংক্রান্ত ঘোষণা দেখে।
  • সর্বশেষ তালিকায় এসেছে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া যা অন‌্যতম বড় এবং নামী প্লেয়ার দেশের ইলেকট্রনিক্স সেক্টরে।
  • বাজারে খবর, বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন পড়বে না লগ্নিকারীদের কারণ এলজি কর্তৃপক্ষ দেরি না করে ইস্যুটি নিয়ে এগিয়ে যেতে চাইবেন।
Advertisement