shono
Advertisement

বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন

টিপসগুলি নিশ্চয়ই কাজে লাগবে আপনার৷ The post বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Nov 02, 2018Updated: 07:46 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিয়ের মরশুম৷ বিয়ের রাতের সাজে বেনারসি ছাড়া ভাবতে পারেন না কেউই৷ তাই বলে রিসেপশনের দিনেও, তা মোটেই নয়৷ এই স্পেশ্যাল রাতে একটু অন্যরকমভাবেই সাজতে চান মহিলারা৷ বেনারসি ছেড়ে তন্বীরা এখন ওই রাতে সাজতে চান লেহেঙ্গায়৷ সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য পোশাক অবশ্যই হতে হবে নজরকাড়া৷ আর যাই হোক জীবনের বিশেষ দিনের সাজ মাটি হলে, সারাজীবনই রয়ে যাবে আক্ষেপ৷ তাই বেশি সময় হাতে নিয়ে ভেবেচিন্তে কিনুন লেহেঙ্গা৷ আপনার জন্য রইল সেই টিপস৷

Advertisement

[দীপাবলির সাজে ঠোঁটে থাক সাহসের ছাপ, রইল টিপস]

১. বেশিরভাগ মহিলাই এখন কর্মরত৷ বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিতেই কালঘাম ছুটে যায় তাদের৷ তার উপর আবার বিয়ের কেনাকাটি করার জন্য আলাদা করে ছুটি কজনই বা পান৷ তাই সপ্তাহান্তের একটা ছুটি কিংবা অফিসের কাজের চাপ সামলে একটু আগে বেরিয়ে বিয়ের কেনাকাটি সারেন অনেকেই৷ কিন্তু খেয়াল রাখুন, বিয়ের আগে কেনাকাটির ব্যস্ততায় খারাপ পোশাক বেছে নেবেন না৷ আর তা করলেই বিশেষ দিনের সাজ নষ্ট হয়ে যাওয়াই স্বাভাবিক৷ তার চেয়ে বরং সময় নিয়ে দেখেশুনে বেশ কয়েকটি দোকান ঘুরে তবেই কিনুন লেহেঙ্গা৷

২. দোকানের সামনে দেখলেন লেহেঙ্গা ঝুলছে৷ আর তা দেখেই পছন্দ হয়ে গেল আপনার৷ ভাবলেন, হাতে সময় যখন কম তখন ওটাই কিনে নিই৷ এই চিন্তাভাবনা বদলান৷ ট্রায়াল না দিয়ে কখনওই বিয়ের লেহেঙ্গা কিনবেন না৷ পোশাক সুন্দর হতেই পারে, কিন্তু তাতে যে আপনি মোহময়ী হয়ে উঠবেন সেরকম নয়৷ তার চেয়ে  বরং ট্রায়াল দিয়ে আপনার গায়ের রং, উচ্চতা, চেহারার সঙ্গে যাচ্ছে কি না দেখে, তবেই কিনুন লেহেঙ্গা৷

[ওয়্যাক্সিং নাকি শেভিং? ত্বকের জন্য কোনটা ভাল?]

৩. ধরুন ৮-১০ মাস আগেই আপনার বিয়ে ঠিক হয়ে গেল৷ আর সঙ্গে সঙ্গেই আপনি ছুটলেন লেহেঙ্গা কিনতে৷ ভাবলেন সময় থাকতে থাকতে কিনে রাখি৷ কিন্তু এই ভুলটি ভুলেও করবেন না৷ হাল ফ্যাশনের সাজে জীবনের বিশেষ দিনে নিজেকে সাজিয়ে তুলতে ৬ মাস আগেই কিনুন লেহেঙ্গা৷

[সুগন্ধীতে নষ্ট হচ্ছে নতুন পোশাক? রইল সমাধানের উপায়]

৪. লেহেঙ্গা পরার পরিকল্পনা থাকলে তার মানানসই অন্তর্বাস কিনুন৷ ওড়না এবং জুতোর দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন৷ নইলে বিশেষ দিনে প্রশংসার পরিবর্তে সমালোচনার শিকার হতে পারেন আপনি৷

The post বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement