shono
Advertisement

Breaking News

এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে চমক ছ’বছরের খুদের

এর জন্য কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে মহারাষ্ট্রের অদ্ভেতকে৷ রোজ ১০০ তলা উঠতে হত তাকে৷ The post এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে চমক ছ’বছরের খুদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:09 AM Nov 17, 2016Updated: 06:39 PM Nov 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি ছেলে৷ সেই যে জেদ ধরেছিল, করেই ছাড়ল৷ ঠিক মায়ের সঙ্গে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেল মহারাষ্ট্রের অদ্ভেত ভর্তিয়া (৬)৷

Advertisement

অদ্ভেতের মা পায়েল নিজেও একজন পর্বতারোহী৷ প্রথমে ভেবেছিলেন একাই যাবেন পৃথিবীর উচ্চতম শিখরে৷ কিন্তু মায়ের যাওয়ার কথা শুনে ছেলেও বায়না জুড়ে দেয়৷ তাকেও নিয়ে যেতে হবে৷ ছয় বছর ১০ মাসের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কড়া শর্ত রেখেছিলেন মা৷ রোজ ১০০ তলায় ওঠানামা করতে হবে৷ যদি পারে, তবেই নিয়ে যাবেন৷

ছোট্ট ছেলেটাও নাছোড়বান্দা, শর্ত পূরণ করেই মার সঙ্গে বেরিয়ে পড়ল৷ ১৩ দিনের এই অভিযান শুরু হয়েছিল গত মাসে৷ ১৭,৫৯৩ ফুট উঁচু এভারেস্ট বেস্ট ক্যাম্পে অদ্ভেত পৌঁছয় নভেম্বরের ৩ তারিখে৷ তবে অদ্ভেত বেস ক্যাম্পে যাওয়া সবচেয়ে কমবয়সী অভিযাত্রী নয়৷ এই রেকর্ড হর্ষিত সৌমিত্রর দখলে৷ মাত্র ৫ বছর বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছিল দিল্লির হর্ষিত৷

অভিযানের বাকি পথ আরও কঠিন৷ তাই সেই পথ জয় ভবিষ্যতের জন্যই তুলে রাখছে অদ্ভেত৷ এরপর মাউন্ট কিলিমাঞ্জারোতে উঠতে চায় সে৷ তারপরের গন্তব্য ইউরোপের মাউন্ট এলব্রুস৷

The post এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে চমক ছ’বছরের খুদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement