shono
Advertisement

বাড়ি না হাতের মোয়া! ২৭০ টাকায় তিনটি কিনলেন মহিলা, কোথায়? কেন এমন কাণ্ড?

জলের দরে বাড়ি কিনেই মেরামতি শুরু করেছেন মহিলা।
Posted: 03:14 PM May 21, 2023Updated: 03:19 PM May 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কফির দরে বাড়ি বিক্রি হচ্ছে ইটালিতে (Italy)! মাঝারি মানের রেস্তরাঁয় এককাপ কফির দাম একশো টাকা। আর ইটালিতে এক মহিলা সম্প্রতি মাত্র ২৭০ টাকায় তিন-তিনটি পুরনো বাড়ি কিনে ফেলেছেন। বিশ্বাস হচ্ছে না নিশ্চিত। বিশ্বাস হওয়ার মতো ঘটনাও নয়। মূল্যবৃদ্ধির বাজারে এক পিস ইটের দাম পনেরো থেকে কুড়ি টাকা। সেখানে তিনটে বাড়ির দাম ২৭০ টাকা কী করে হয়? রহস্যটা কী?

Advertisement

সম্প্রতি ক্যালিফোর্নিয়া নিবাসী এক মহিলা ইটালির একটি ছোট শহরের তিনটি বাড়ি কিনে ফেলেন অবিশ্বাস্য কম দামে। তিনটি বাড়ির মোট দাম পড়েছিল ৩.৩০ ডলার। ভারতীয় মুদ্রায় ২৭০ টাকা। প্রশ্ন হল, পুরনো বাড়ি হলেও এত কম দাম কীভাবে হয়? উত্তর রয়েছে ‘ছোট শহরে’। আসলে ওই শহরগুলি ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। ছোট শহর ছেড়ে যেখানে নাগরিক স্বাচ্ছন্দ্য বেশি তেমন বড় শহরে চলে যাচ্ছেন মানুষ। যেমন দক্ষিণ ইটালির সামবুকা। পাহাড়ের উপরে ছবির মতো সুন্দর একটি শহর। যা বর্তমানে ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। ২০১৯ সালের পুরনো বাড়ি বিক্রির বিজ্ঞাপন অনুযায়ী সেখানে একটি বাড়ির দাম ধরা হয়েছিল ১ ডলার করে। ভারতীয় মুদ্রায় ৮২ টাকা ৯১ পয়সা। শেষ পর্যন্ত ওই দামেই ডজন খানেক বাড়ি বিক্রি হয়েছিল সেবার।

[আরও পড়ুন: ঈশ্বর, আল্লাহ, বুদ্ধ, আম্বেদকরের নামে শপথ! কর্ণাটকের নয়া মন্ত্রিসভায় সব মতের সমাহার]

ক্যালিফোর্নিয়া নিবাসী তরুণীর মতোই রুবিয়া ড্যানিয়েলস নামের এক মহিলা তিনটি বাড়ি কিনে ফেলেছেন। ২০১৯ সালে সিসিলির মুসোমেলি গ্রামে ঘুরতে এসেছিলেন তিনি। তখনই পছন্দ করে ১.১০ ডলার করে তিনটি বাড়ি কিনে ফেলেন। ইটালির ছোট শহরগুলিতে নামমাত্র মূল্যে পুরনো বাড়ি বিক্রি হচ্ছে জানার পরেই সিসিলিতে ১০ দিনের জন্য ঘুরতে এসেছিলেন ওই মহিলা।

[আরও পড়ুন: এবার মুম্বইয়ে লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত! অভিনব উদ্যোগ ভারতীয় রেলের]

সানফ্রান্সিসকোর বাসিন্দা ডানিয়েলস জানান, কম দামে বাড়ি বিক্রির খবর পাওয়ার পরে দ্রুত ইটালি আসেন তিনি। এবং সম্পত্তি কিনে ফেলেন। ইতিমধ্যে পুরনো বাড়িগুলি মেরামতির কাজ শুরু করে দিয়েছেন। ড্যানিয়েলস জানিয়েছেন, তিনটি বাড়ির জন্য আলাদা আলাদা পরিকল্পনাও রযেছে তাঁর। একটিকে বসতবাড়ি হিসেবে ব্যবহার করবেন। অন্য দু’টির একটি হবে চিত্র প্রদর্শনীশালা। শেষেরটিকে ওয়েলনেস সেন্টার হিসেবে গড়ে তুলবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার