সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল আইপিএলে ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সিএসকে’র তরফে থেকে দ্বাদশ আইপিএলে প্রথম ম্যাচের টিকিট বিক্রির সব টাকা দান করা হবে পুলওয়ামার শহিদ পরিবারগুলিকে। বুধবার একথা জানিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর রাকেশ সিং।
[পাকিস্তানকে সপাটে চড়, বিসিসিআইকে ১১ কোটি টাকা দিল পাক বোর্ড]
পুলওয়ামা হামলার পর থেকেই ক্রিকেট জগতের অনেকে শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। বিসিসিআই-এর তরফেও আলাদা করে আর্থিক সাহায্য করা হয়েছে শহিদ পরিবারগুলিকে। তাছাড়া, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের সময়ে আর্ম ব্যান্ড পরেই খেলতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তৃতীয় একদিনের ম্যাচে সেনার টুপি পরে নামেন বিরাটরা। যা নিয়েও বিতর্ক কম হয়নি। তবে, বিতর্ক এড়িয়ে ক্রিকেট মহল শুরু থেকেই শহিদ পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছে। সিএসকেও সেপথেই হাঁটল। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, প্রথম ম্যাচের টিকিট বিক্রির টাকা শহিদ পরিবারের হাতে তুলে দেবেন খোদ মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর রাকেশ সিং জানিয়েছেন, “আমাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, উনিই শহিদ পরিবারের সদস্যদের হাতে সাহায্য তুলে দেবেন।”
[রহস্য বাড়িয়েই শহরে পা রাখলেন নাইট তারকা নারিন]
আগামী ২৩ মার্চ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ধোনির চেন্নাই সুপার কিংস এবং কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই, এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। গত ১৬ মার্চ প্রথম ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গিয়েছে। তাই, আইপিএলের প্রথম ম্যাচে হাজার হাজার দর্শকের উপস্থিতি নিশ্চিত। সেই দর্শকদের সাক্ষী রেখেই শহিদ পরিবারগুলির পাশে থাকার বার্তা দিতে চলেছে ধোনিদের দল।
The post প্রথম ম্যাচের টিকিট বিক্রির সব টাকা পুলওয়ামার শহিদদের পরিবারকে দান করবে CSK appeared first on Sangbad Pratidin.