ধীমান রায়, কাটোয়া: চাকরি দেওয়ার বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব তরুণীকে। কাটোয়ার দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের অশালীন প্রস্তাব দেওয়ার অডিও ভাইরাল (Viral) হয়ে যাওয়ার ঘটনা কড়া পদক্ষেপ নিল তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব। এখনই পদ থেকে তাঁকে ইস্তফার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্দেশ অগ্রাহ্য করলে দল আরও কড়া কোনও ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই নির্দেশের কথা জানিয়েছেন। তবে পুরপ্রধান পদত্যাগ করুন বা না করুন, ইতিমধ্যেই তিনি সকলের নিন্দার পাত্র হয়ে উঠেছেন, তা স্পষ্ট।
পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভা (Daihat Municipal) এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচনার কেন্দ্রে পুরপ্রধান শিশির মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে তাঁর এবং এক তরুণীর কথোপকথনের অডিও, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ক্লিপিং। ওই তরুণী তাঁকে চাকরির আবেদন জানিয়েছিলেন। তার উত্তরে চেয়ারম্যান তাঁকে যৌনগন্ধী কথাবার্তা বলেন, যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেসবের সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in।
[আরও পড়ুন: লাগাতার মিসাইল হানা কিমের, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরতে নির্দেশ দঃ কোরিয়া, জাপানের]
দিনকয়েক আগে কৃষক পরিবারের সন্তান এক তরুণী দাঁইহাট পুরসভার চেয়ারম্যান তথা অগ্রদ্বীপ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক শিশির মণ্ডলকে ফোন করেন। ভাইরাল অডিও ক্লিপিংয়ে শোনা গিয়েছে, একটি চাকরি পাইয়ে দেওয়ার আরজি জানান তরুণী। পালটা তাঁকে বায়োডেটা নিয়ে দেখা করার কথা বলেন চেয়ারম্যান। তরুণী দাবি করেন, সেই সময় কৃষ্ণনগরে তাঁর মাসির বাড়িতে রয়েছেন। তাই দেখা করা সম্ভব নয়। এরপরই শারীরিক সম্পর্ক তৈরির প্রস্তাব দেন চেয়ারম্যান। কৃষ্ণনগর স্টেশন লাগোয়া একটি হোটেলে যৌন মিলনের প্রস্তাব দেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান। অডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in।
[আরও পড়ুন: মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্যবদল, ৩০ টাকায় লটারি কেটে মালদহে কোটিপতি শ্যালক ও ভগ্নিপতি]
তরুণীও সেসব কল রেকর্ডস ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। আর তার জেরেই আপাতত দাইহাঁট পুরসভা নিয়ে শোরগোল। তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের ‘কুকীর্তি’র কথা ভাইরাল হতেই কড়া রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ” দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলকে নিয়ে যে অডিও ভাইরাল হয়েছে ও বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচার হয়েছে, তার জেরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, শিশির মণ্ডলকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। আমি ফোনে শিশির মণ্ডলকে তা জানিয়ে দিয়েছি। ওই অডিও ক্লিপিংস অনুযায়ী যদিও শিশির মণ্ডল দোষী কিনা, তা প্রমাণিত হয়নি। কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক বদনাম শোনা গিয়েছে।” শিশির কুমার মণ্ডলের প্রতিক্রিয়া, “আমি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুরো ঘটনা তদন্ত চেয়েছি পুলিশের কাছে। পাশাপাশি দলকেও তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানিয়েছি।যেহেতু দল আমাকে পদত্যাগ করতে বলেছে তাই আমি পদত্যাগ করব। “