shono
Advertisement

এবার শান্তনুর স্ত্রীকে তলব ইডির, স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তি রয়েছে বলেই দাবি ইডির।
Posted: 08:12 PM Mar 12, 2023Updated: 08:12 PM Mar 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইডির নজরে এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে এত সম্পত্তির মালিকই বা হলেন তিনি? গোটাটাই এখনও ধোঁয়াশা।

Advertisement

হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বলাগড় উচ্চবালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক হন তিনি। পাশ করেছিলেন বিএডও। ছোট থেকেই আঁকতে পছন্দ করতেন তিনি। আঁকা শেখাতেনও। দীর্ঘদিন ধরে শান্তনুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দম্পতির একটি সন্তানও রয়েছে।

[আরও পড়ুন: ‘কুন্তলের সঙ্গে পরিচয় না হলেই ভাল হত, ED বললে টাকা ফেরত দেব’, অনুশোচনার সুর সোমার গলায়]

বিয়ের পর আঁকার প্রতি ভালবাসা থেকে একটি বুটিক খুলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে ম্যাজিকের মতো বাড়তে থাকে ব্যবসা, সম্পত্তি। ইডি জানিয়েছে, বর্তমানে প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। যার নেপথ্যে এই দুর্নীতি বলেই মনে করা হচ্ছে। ফলে তাঁকে জেরা করলেই বহু গোপন তথ্য প্রকাশ্যে আসবে বলেই ধারণা তদন্তকারীদের। কিন্তু শান্তনুর গ্রেপ্তারির পর থেকেই হদিশ নেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় তিনি? প্রিয়াঙ্কার মায়ের দাবি, শনিবার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে মেয়ে। কোথায় গেছে তা কারও জানা নেই। ফলে প্রশ্ন, আদৌ প্রিয়াঙ্কা ইডির তলবে সাড়া দেবেন কি না। যদিও তাঁর মায়ের দাবি, ডাক যখন পেয়েছে, তখন প্রিয়াঙ্কা নিশ্চয়ই যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার