shono
Advertisement
Kalyan Banerjee

'মমতাকে নেতৃত্ব দিলে তবেই কাজ হবে', দিল্লিতে হারের পর ফের কল্যাণের তোপে INDIA জোট

'২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টা আসনও পাবে না', বাংলার ভোটে গেরুয়া শিবির নিয়ে ভবিষ্যদ্বাণী শ্রীরামপুরের সাংসদের।
Published By: Sucheta SenguptaPosted: 06:39 PM Feb 09, 2025Updated: 06:46 PM Feb 09, 2025

সুমন করাতি, হুগলি: শোচনীয় পরাজয়ে রাজধানী হাতছাড়া হয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় শিবরাত্রির সলতের মত আপের প্রাপ্তি স্রেফ ২২ আসন। আর এই ফলাফল তুলে ধরে ফের ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করলেন লোকসভার বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার কোন্নগরে হাসপাতালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন্তব্য, ''ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক। বুঝেসুঝে জোটের নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলেই কাজের কাজ হবে।'' রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কল্যাণের ভবিষ্যদ্বাণী, ''২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টা আসনও পাবে না। ওদের বিরোধী দলনেতা হবে না।''

Advertisement

জাতীয় রাজনীতির ময়দানে থাকা অবিজেপি আদর্শের দলগুলিকে একসূত্রে বেঁধে ইন্ডিয়া জোটের মূল কাণ্ডারী বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যপাধ্যায়ই। তাঁরই আহ্বানে একছাদের নিচে এসেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি (শরদ পওয়ার) আপ, ডিএমকে-সহ মোট ১৭ দল। আর সেই জোটের নেত্রী হিসেবে বারবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শুধু তৃণমূলই নয়, নানা সময়ে কখনও আপ, কখনও আরজেডি, কখনও এনসিপি (শরদ পওয়ার) সুপ্রিমোরা বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেছেন। দিল্লির নির্বাচনী ফলাফলে দলের দীর্ঘদিনের সাংসদ, রাজনীতিতে পোড়খাওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও মমতাকে মুখ হিসেবে তুলে ধরার কথা বললেন।

কেজরিওয়ালের আপকে ধরাশায়ী করে বিজেপির দিল্লি দখল প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ''ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক। বুঝেসুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কাজের কাজ হবে। আর একটা যদি গাইডলাইন তৈরি হয়, সেটা সব শরিক যদি মেনে নেয়, তবে কিছু হবে আগামী দিনে। নাহলে যেমন আছে, তেমন চলবে।'' দিল্লির ফলাফলের কোনও প্রভাব কি পড়বে আগামী বছর এ রাজ্যের বিধানসভা নির্বাচনে? এনিয়ে কল্যাণের জবাব, ''পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা নেই কোনও। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টা আসনও পাবে না। ওদের বিরোধী দলনেতা হবে না।'' শ্রীরামপুরের সাংসদের আরও বক্তব্য, ''মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করেন, সারা ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করেন না। যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিনের পর দিন বেড়েছে। আগামী দিনেও কমবে না, বাড়বে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ইন্ডিয়া জোটের মুখ করতে চেয়ে সওয়াল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
  • দিল্লিতে আপের হারের পর বললেন, 'জোটের নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলেই কাজের কাজ হবে।'
Advertisement