সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফার ভোট হয়ে গেল রবিবার। পশ্চিমবঙ্গ-সহ মোট ৮টি রাজ্যে দেশের মোট ৫৯টি কেন্দ্রে রাজনীতির বহু হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ হল আজ। গত ২৯ এপ্রিল গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে দেখা গিয়েছিল গণতন্ত্রের উৎসবে মাততে। আর আজ সপ্তম দফার ভোটে কলকাতার সেলিব্রিটিরা শামিল হলেন সেই উৎসবে। বেলা বাড়তেই শহরের বিভিন্ন বুথের সামনে পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ল লাইন দিয়ে সেলেবদের ভোট দিতে। এদিন দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল বেলাই অভিনেত্রী তথা তৃণমূল তারকা প্রার্থী নুসরত জাহান ভোট দিয়েছেন দক্ষিণ কলকাতার এক কেন্দ্রে। ছেলে অর্জুন এবং গৌরবকে সপরিবারে সব্যসাচী চক্রবর্তীকে দেখা গিয়েছে ভোট দিতে। দেখুন সেলেবদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ গ্রহণের সেই মুহূর্ত।
বসিরহাটের তৃণমূল তারকা প্রার্থী নুসরত জাহান সকালেই ভোট দিয়েছেন বালিগঞ্জের এক কেন্দ্রে। ভোট দিয়েই বসিরহাটে পৌঁছে গিয়েছেন তিনি।
নুসরতের সঙ্গে সেই তালিকায় রয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। বাবা গুরুপদ অধিকারী এবং বোনের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন দেব।
দুই মেয়ে রিয়া এবং রাইমাকে নিয়ে ভোট দিয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনও।
[আরও পড়ুন: ভোট দিয়ে নিজের কেন্দ্র বসিরহাটে দিনভর চষে বেড়ালেন তারকা প্রার্থী নুসরত ]
রোদ,গরম উপেক্ষা করে বোন ঋতাভরীর সঙ্গে ভোট দিতে গিয়েছেন মা শতরূপা সান্যাল এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী।
এছাড়াও রবিবার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন রুক্মিনী, রাজ চক্রবর্তী, জিৎ, সোহম, কোয়েল, রঞ্জিত মল্লিক, দেবশ্রী, শতাব্দী রায়, অরিন্দম শীল, রচনা বন্দ্যোপাধ্যায় ।
[আরও পড়ুন: অন্তিম দফা লোকসভা নির্বাচনে ভোট দিলেন পাটনার বিহারীবাবু]
বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন কোয়েল মল্লিক।
রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফলের আভাস পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায়৷ চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, আজ সন্ধে ৭টায়৷
The post ভোট সপ্তমীতে শামিল তারকারাও, গণতন্ত্রের উৎসবে মাতল টলিউড appeared first on Sangbad Pratidin.