shono
Advertisement

গাড়ির উপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত শিশু-সহ ৭

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ The post গাড়ির উপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত শিশু-সহ ৭ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:53 AM Mar 22, 2017Updated: 03:47 PM Dec 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন শিশু-সহ সাতজন৷ বর্ধমান জেলার রথতলার ঘটনায় বেশি খানিকক্ষণ ব্যাহত হয় যান চলাচল৷

Advertisement

বুধবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে দুর্গাপুরের দিকে ছুটে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই গাড়ি৷ ন’টা নাগাদ রথতলার কাছে পিচ বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা গাড়িটির উপর উল্টে পড়ে৷ ফলে চিড়ে চ্যাপটা হয়ে যায় সেই গাড়ি৷ দু’টি গাড়িতেই সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়৷ আগুনে পুড়ে সেখানেই প্রাণ হারান গাড়িতে থাকা একই পরিবারের শিশু-সহ সাতজন৷

[কাঠের গুদামে আগুন, অল্পের জন্য রক্ষা পেল আকাশবাণী ভবন]

স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দু’টি ইঞ্জিন৷ আগুন নেভানোর পর ট্যাঙ্কারটিকে ক্রেনের মাধ্যমে গাড়ির উপর থেকে তোলা হয়৷ তারপরই পিষে যাওয়া গাড়ির মধ্যে থেকে ঝলসে যাওয়া সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

[ডুয়ার্সের জঙ্গল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ পূর্ণবয়স্ক দাঁতাল]

The post গাড়ির উপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত শিশু-সহ ৭ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার