shono
Advertisement

ওবামা স্টাইলে মিসাইল প্রতিরোধী বিমানে চড়বেন মোদি

প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত হচ্ছে এয়ার ইন্ডিয়ার স্পেশাল বিমান৷ The post ওবামা স্টাইলে মিসাইল প্রতিরোধী বিমানে চড়বেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:41 PM Jun 21, 2016Updated: 04:16 PM Jun 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর গত দু’বছরে প্রায় ৪০টি বিদেশ সফরে গিয়েছেন মোদি৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রীর দৌত্য  অব্যাহত৷ আগামীতে এই প্রক্রিয়া তিনি আরও চালিয়ে যাবেন৷ আর তাই এবার তাঁর জন্য নির্ধারিত হচ্ছে এয়ার ইন্ডিয়ার স্পেশাল বিমান৷

Advertisement

মোদির বিদেশ সফরের এই বিশেষ বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে হবে চূড়ান্ত শক্তিশালী৷ কমিউনিকেশন সিস্টেমের সর্বাধুনিক প্রযুক্তি তো থাকছেই, সেই সঙ্গে শত্রুর নজর এড়ানোর হাজারো ব্যবস্থা থাকছে এই বিশেষ বিমানে৷ ‘ব়্যাডার ওয়ার্নিং রিসিভারস’ এবং ‘মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং’ সিস্টেমও থাকছে এই বিমানে৷ যেহেতু বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর টার্গেটে আছেন মোদি, তাই নিরাপত্তার এই কড়া ‘ডোজ’৷এই দুই পদ্ধতির মাধ্যমে সহজেই বোঝা যাবে, কোনও শত্রুপক্ষ প্রধানমন্ত্রীর বিমানের দিকে এগিয়ে আসছে কি না৷ অর্থাৎ এই বিমান মিসাইলও প্রতিরোধ করতে পারে৷ অনেকটা এরকমই নিরাপত্তার আঁটসাট মোড়কে বিমানে চড়েই বিদেশ সফর করেন ওবামাও৷

এছাড়া এই বিমানে অন্তত ২০০০ জনের খাবার মজুত করে রাখা যাবে৷ থাকবে অপারেশন থিয়েটার, যেখানে এমার্জেন্সি সার্জারিও সম্ভব৷ ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা তো আছেই, এছাড়া বেডরুমও থাকছে বিমানের সাজানো অন্দরে৷ এই বিমানের বিশেষ ব্যবস্থায় জ্বালানি ফুরিয়ে গেলে আকাশপথেই তা পুনরায় ভরিয়ে নেওয়া সম্ভব৷ ভিভিআইপি ক্যাটেগোরির এই বিশেষ বোয়িং বিমানে অত্যাধুনিক প্রযুক্তি ও সুবিধার কোনও খামতি নেই৷ বিদেশ সফর চলাকালীন প্রধানমন্ত্রী যাতে কোনও অসুবিধায় না পড়েন এবং তাঁর নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা যাতে না দেখা দেয়, সে কারণেই এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে তাঁর জন্য৷ ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’-এর আগামী বৈঠক ২৫ জুন৷ সেখানেই প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ বিমান চাইবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷

The post ওবামা স্টাইলে মিসাইল প্রতিরোধী বিমানে চড়বেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement