shono
Advertisement

Breaking News

মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান!

তার দাবি, মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের জেরেই, সইদকে নজরবন্দি করায় চাপ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে৷ The post মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM Jan 31, 2017Updated: 10:11 AM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি, ট্রাম্পের জন্যই তাঁর এই হাল৷ নিজের দেশে গৃহবন্দি হওয়ার পর এভাবেই ক্ষোভ উগরে দিলেন লস্কর প্রধান হাফিজ সইদ৷

Advertisement

লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান

দীর্ঘদিন ধরেই সইদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার আর্জি জানিয়েছে ভারত৷ কিন্তু ভারতের সে আবেদন গ্রাহ্য করা হয়নি৷ মুম্বই হামলার মূলচক্রী হাফিজের মুক্তাঞ্চল ছিল পাকিস্তান৷ এ ব্যাপারে পাকিস্তানের পাশেই ছিল চিন৷ চিনের হস্তক্ষেপেই নিরাপদ ছিল সইদ৷ তবে মার্কিন রাজনীতিতে পালাবদলের পরই সমীকরণগুলো বদলাতে থাকে৷ চিনের ঔদ্ধত্যে বিন্দুমাত্র খুশি নন নব্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ দক্ষিণ চিন সাগর নিয়ে ইতিমধ্যেই চিনকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প৷ এদিকে ওবামার বিদায়ের পরও ভারতের সঙ্গে মার্কিন সখ্যতা অব্যাহত৷ ট্রাম্পের জেতার পর যে ক’জন কূটনীতিক তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মোদি৷ বন্ধুতার প্রতিদান দিয়ে ট্রাম্পও পাল্টা ফোন করেছিলেন মোদিকে৷ ভারত-মার্কিন সখ্যতার এই সম্পর্ক আন্তর্জাতিক মহলে এখন প্রতিষ্ঠিত৷ এই খেসারতই সইদকে দিতে হচ্ছে বলে ভিডিওতে অভিযোগ তার৷ তার দাবি, মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের জেরেই, সইদকে নজরবন্দি করায় চাপ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে৷ তার জেরেই এই পদক্ষেপ৷

The post মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement