shono
Advertisement

সাফাই না হলে এবার অভিযোগ দায়ের অ্যাপেই

স্বচ্ছ ভারত তৈরি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প৷ The post সাফাই না হলে এবার অভিযোগ দায়ের অ্যাপেই appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Aug 06, 2016Updated: 03:29 PM Aug 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাড়ায় আবর্জনা সাফ হচ্ছে না! ডাস্টবিন উপচে পড়ছে অথচ সাফাইকর্মীর দেখা নেই? কার কাছে, কখন অভিযোগ জানাতে হবে তা ভেবে পাওয়া যাচ্ছে না৷ এই সব সমস্যা দূর হতে পারে মাত্র একটা ক্লিকেই৷ এবার সাফাই সংক্রান্ত সমস্ত অভিযোগ জানানো যেতে পারে ঘরে বসেই৷

Advertisement

নাগরিক স্বচ্ছতা বজায় রাখতে আজ থেকে কেন্দ্র সরকারের নগরোন্নয়ন দফতর চালু করল স্বচ্ছতা অ্যাপ৷ যে কোনও অ্যান্ড্রয়েড বা আইওএস-এ এই অ্যাপ ডাউনলোড করা যাবে৷ এখানে অভিযোগকারী অভিযোগ জানানোর সময় সমস্যার ছবি তুলেও পোস্ট করতে পারবেন৷ সেই ছবি ও ‘লোকেশন’ সহ তা পৌঁছে যাবে সংশ্লিষ্ট পুরসভার কর্মীদের কাছে৷ কখন অভিযোগ জানানো হচ্ছে সে সময় স্পষ্ট৷ ফলে অভিযোগ জানানোর কতক্ষণের মধ্যে ব্যবস্থা নেওয়া হল সে ব্যাপারেও স্বচ্ছতা থাকবে৷  অ্যাপে বিভিন্ন ক্যাটোগোরিতে কোন অভিযোগের ক্ষেত্রে কত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করা আছে৷ যেমন ডাস্টবিন পরিষ্কারের ক্ষেত্রে ১২ ঘণ্টা সর্বোচ্চ সময়সীমা ধার্য করা হয়েছে৷ আবার রাস্তা থেকে মৃত জন্তু সরানোর সময়সীমা ৪৮ ঘণ্টা৷ অভিযোগ জানানো মাত্র তার ভিত্তিতে কী ব্যবস্থা নেওযা হচ্ছে তার স্ট্যাটাসও জানানো হবে প্রতি মুহূর্তে৷ পাশাপাশি একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে, যেখানে এই সমস্ত কাজের বিস্তারিত তদরকি করা হবে৷

স্বচ্ছ ভারত তৈরি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প৷ সেই সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া গড়তেও তিনি বদ্ধপরিকর৷ এই দুয়ের যুগলবন্দিতেই এবার এল এই ‘স্বচ্ছতা অ্যাপ’ ৷ প্রযুক্তির সহায়তায় স্বচ্ছ ভারত গড়ার কাজ অনেকটাই গতি পাবে, এমনটাই আশা কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের৷

The post সাফাই না হলে এবার অভিযোগ দায়ের অ্যাপেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement