সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাড়তি আতঙ্ক। আগুন ধরে গেল ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে। রবিবার রাতে আগুন লাগে বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ারে। সোমবারেও সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। এর জেরে বাতাসে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IEA)! কিন্তু কীভাবে আগুন ধরল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে? রাশিয়ার আক্রমণের জেরেই কী?
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগা নিয়ে দোষ ঠেলাঠেলি শুরু হয়েছে দুই দেশের মধ্যে। ইউক্রেন এবং রাশিয়া দু’পক্ষই এই অগ্নিকাণ্ডের দায় অস্বীকার করেছে। এইসঙ্গে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রুশ সেনাই ওই বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও জ়াপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মস্কো-নিযুক্ত প্রধান ভ্লাদিমির রোগোভ এবং জাপোরিঝিয়ার রুশ গভর্নর ইয়েভজেনি বালিটস্কি এ ঘটনার জন্য ইউক্রেনকে দোষী সাব্যস্ত করেছেন।
[আরও পড়ুন: ৭১-এর পাক আত্মসমর্পণের ভাস্কর্য ভাঙচুর বাংলাদেশে, কড়া প্রতিক্রিয়া শশী থারুরের]
উল্লেখ্য, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেন ভূখণ্ডের মধ্যে অবস্থিত হলেও ২০২২ সালে যুদ্ধের গোড়াতে সেটির দখল নিয়েছিল পুতিনের সেনা। এখনও পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং তার আশপাশের অঞ্চল রাশিয়ার দখলে। উল্লেখ্য, যুদ্ধের শুরুতে ছয় চুল্লির পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। সেই সময় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হয়েছিল শক্তি উৎপাদন। রবিরার রাতের অগ্নিকাণ্ডের পরে জাপোরিঝিয়ার ছ’টি চুল্লির সব ক’টিই বন্ধ করে দেওয়া হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।