shono
Advertisement

লোকাল ট্রেনে সফর করলেন অনিল কাপুর

তাঁর এই সফরের জন্য বহু যাত্রীর কাজে যেতে বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছে! The post লোকাল ট্রেনে সফর করলেন অনিল কাপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:09 PM Jul 16, 2016Updated: 11:39 AM Jul 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো কয়েকদিন আগেই মুম্বইয়ের লোকাল ট্রেনে সফর করেছিলেন বিগ বি৷ এবার একইভাবে লোকাল ট্রেনের কামরায় দেখা গেল অভিনেতা অনিল কাপুরকে৷ চার্চগেট লোকালে গত ১৪ তারিখ এই সফর শুরু করেছিলেন অনিল৷ কিন্তু হঠাৎ নিজের গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে চড়তে গেলেন কেন অভিনেতা?

Advertisement

ইংরেজি ধারাবাহিক ‘২৪’-এর অনুকরণে হিন্দিতে ‘২৪’ নামের যে ধারাবাহিকটি শুরু হয়েছে তারই মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি৷ সেই ধারাবাহিকেরই দ্বিতীয় মরশুম শুরু হবে আগামী ২৩ জুলাই৷ আর ‘২৪’-এর প্রচারেই লোকাল ট্রেনে দেখা মিলল ‘২৪’ ধারাবাহিকের জয় সিং রাঠোরের৷ তাঁর ট্রেনযাত্রার খবর নিজেই টুইটারে জানিয়েছেন অভিনেতা৷ তাঁর আম আদমির সঙ্গে সফর করার বেশ কিছু ছবিও তিনি আপলোড করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷
পাশপাশি অভিনেতা এটাও স্বীকার করে নিয়েছেন, তাঁর এই সফরের জন্য বহু যাত্রীর কাজে যেতে বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছে!

The post লোকাল ট্রেনে সফর করলেন অনিল কাপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement