Advertisement
কলকাতা ফেরার পথে চা বাগানে মমতা, কুশল বিনিময়ের পাশাপাশি তুলে দিলেন উপহারও
বাগডোগরা বিমানবন্দর যাওয়ার আগে বাগডোগরা চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর শেষ। ফেরার পথে চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা সারলেন তিনি। অভিভাবকের মতোই খোঁজ নিলেন স্বাস্থ্যের, কাজের, এমনকী, পরিবারেরও।
বাগডোগরা বিমানবন্দর যাওয়ার আগে বাগডোগরা চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করেন। জিজ্ঞেস করেন, "তারা কতক্ষণ কাজ করেন? কখন কাজে আসেন? তাদের সন্তানেরা স্কুলে যান কিনা?"
শুধু তাই নয়, মালিকরা অনৈতিকভাবে অতিরিক্ত সময় কাজ করাচ্ছেন কি না? সঠিক সময় বেতন পাচ্ছেন কি না? বাকি সুযোগ-সুবিধা সময়মতো পাচ্ছেন কি না, তাও জানতে চান মমতা।
মহিলা শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের চকোলেট, খেলনা পুতুলও উপহার দেন। চা বাগানে প্রায় ১০ মিনিট সময় কাটান।
নিজেই সোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লেখেন, "নিষ্পাপ সরল হাসি আর আশীর্বাদ নিয়ে আমি সবুজ চায়ের বাগান পরিদর্শন করলাম।"
Published By: Paramita PaulPosted: 06:15 PM May 21, 2025Updated: 06:15 PM May 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
