Advertisement
এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোপথ পরিদর্শনে কর্তারা, কবে থেকে চালু পরিষেবা?
এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোপথের কাজ শেষ।
রবিবার এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের লাইন পরিদর্শন করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল। তাঁর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল-সহ কলকাতা মেট্রোর অন্যান্য আধিকারিকরা।
ট্র্যাক, টানেল, টানেল ভেনটিলেশন, এমার্জেন্সি রেসপন্স ফিচার-সহ যাত্রী পরিষেবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি এদিন তাঁরা খতিয়ে দেখেন। সূত্রের খবর, গোটা অংশের প্রস্তুতিতে সিআরএস সুমিত সিংঘল সন্তুষ্ট। এবার তিনি সবুজ সংকেত দিলেই এই লাইনে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।
ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ কি না সে বিষয়ে রাজ্য দমকল বিভাগের শংসাপত্র হাতে পেয়েছে মেট্রো।
Published By: Subhodeep MullickPosted: 09:05 PM Apr 27, 2025Updated: 09:13 PM Apr 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
