Advertisement
বালিঝড়ে নাজেহাল ইরাক, আকাশ ঢেকে গেল গেরুয়া ধুলোয়, বিপন্ন জনজীবন
ভয়াবহ ঝড়ে মৃত্যু হয়েছে এক জনের।
ভয়াবহ বালিঝড়ের কবলে ইরাক। গ্রীষ্মকালে মাঝে মধ্যে ধুলোর ঝড় হয় ইরাকে। কিন্তু ক্রমাগত জলবায়ুর পরিবর্তনের ফলে ঘনঘন বালিঝড় আছড়ে পড়ছে ইরাকে।
ইতিমধ্যেই এই ঝড়ের ফলে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। প্রায় পাঁচ হাজার মানুষকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। বালিঝড়ের ফলে তাঁদের সকলেরই শ্বাসকষ্ট হচ্ছে।
প্রশাসনের তরফ থেকে কড়া সতর্কবার্তা জারি কড়া হয়েছে। বিশেষত বয়স্ক মানুষ এবং যাঁদের শ্বাসকষ্ট হয়, তাঁদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।
কেন হয় বালিঝড়? বিশেষজ্ঞরা মনে করেন, অনিয়মিত বৃষ্টিপাত এবং খুব বেশি গরম থাকার কারণে মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকনো মাটির উপরে জোরে হাওয়া বইতে শুরু করলেই বালিঝড় হয়।
বালিঝড়ের ফলে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল দেশের বিমান পরিষেবা। হাসপাতালগুলিকে আরও বেশি মানুষকে ভরতি নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 06:28 PM May 06, 2022Updated: 06:28 PM May 06, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
