Advertisement
গঙ্গাসাগরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়, মহিলাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা
নিরাপত্তার স্বার্থে বসানো হয়েছে সিসিটিভি।
নেই কোনও বাধা নিষেধ। দু'বছর পর স্বাভাবিক ছন্দে গঙ্গাসাগর মেলা। তাই মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু হওয়ার অনেক আগেই প্রচুর মানুষের ভিড় সাগরদ্বীপে। ছবি-বিশ্বজিৎ নস্কর।
১০ জানুয়ারি সরকারিভাবে মেলার উদ্বোধনের পর থেকে তীর্থযাত্রী সংখ্যা আরও বেড়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন সাগরে। ছবি-বিশ্বজিৎ নস্কর।
বৃহস্পতিবার সন্ধেয় গঙ্গাসাগরে হল মহা গঙ্গা আরতি। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি-বিশ্বজিৎ নস্কর।
গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সুবিধায় একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষে। বাবুঘাট থেকে গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গন মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। ছবি-বিশ্বজিৎ নস্কর।
গঙ্গাসাগরের পুন্যার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের তরফে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার। ছবি-বিশ্বজিৎ নস্কর।
Published By: Tiyasha SarkarPosted: 02:04 PM Jan 13, 2023Updated: 02:06 PM Jan 13, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
