Advertisement
ভোল বদলে যাচ্ছে ইডেনের, ঝাঁ চকচমে কনফারেন্স রুম থেকে প্রেস বক্স, ভারচুয়ালি ঘুরে দেখুন
'সংবাদ প্রতিদিন' ডিজিটালের কাছে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ ছবি।
সফল ভাবে আইপিএলের প্লে অফ আয়োজিত হয়েছে ইডেন গার্ডেন্সে। এবার ভোল বদলে যাচ্ছে ক্রিকেটের নন্দনকাননের। ঝাঁ চকচকে আনাচে কানাচে দেখে রীতিমতো চোখ ধাঁধিয়ে যাবে।
'সংবাদ প্রতিদিন' ডিজিটালের কাছে এসে পৌঁছেছে ভবিষ্যতের ইডেনের লুক। ক্লাবকর্তাদের বসার জায়গা থেকে প্রেস বক্স, সব প্রান্তের ইন্টিরিয়রই বদলে যাবে।
যে এক্সক্লুসিভ ছবি হাতে এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে, ইন্টিরিয়রের বেস কালার সাদা রাখার উপরই জোর দেওয়া হয়েছে। বাংলা ক্রিকেট সংস্থার (CAB) কনফারেন্স রুমও তার ব্যতিক্রম নয়।
সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার তত্ত্বাবধানেই নতুন রূপে সেজে উঠছে ইডেন। শোনা যাচ্ছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও দারুণ পছন্দ হয়েছে এই নয়া লুকের ব্লু প্রিন্ট। আশা করা যাচ্ছে আগামী বছরের বিশ্বকাপের আগেই নতুন রূপে সেজে উঠবে ইডেন।
সাংবাদিক সম্মেলনের জন্য যে রুমটি রয়েছে, এতকাল সেখানে সারির পর সারি চেয়ার রাখা থাকত। এবার সেখানে থাকবে সোফা।
Published By: Sulaya SinghaPosted: 05:24 PM May 28, 2022Updated: 06:35 PM May 28, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
