Advertisement
চাহাল থেকে রোহিত, ১৮টি আইপিএলে ১৮ জনের হ্যাটট্রিক! তালিকার শীর্ষে কে?
আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন লক্ষ্মীপতি বালাজি।
২০০৮ সাল চলে আসছে আইপিএল। ১৮টা মরশুমে এখনও পর্যন্ত ১৮ জন হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন। চলুন, দেখে নেওয়া যাক সেই তালিকা।
লক্ষ্মীপতি বালাজি: তিনি আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেন। ১০ মে, ২০০৮ সালে সিএসকে'র হয়ে তাঁর এই কৃতিত্ব। ইরফান পাঠান, পীযূষ চাওলা, এবং বিক্রম সিংয়ের উইকেট নিয়ে আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। ওই ম্যাচে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কারও পেয়েছিলেন। এই মরশুমেই সিএসকে পেসার মাখায়া এনটিনি কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
অমিত মিশ্র: আইপিএলে তিনবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন তিনি। ২০০৮ সালে ডেকান চার্জার্স, ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাব এবং ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
যুবরাজ সিং: ২০০৯ সালের মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দু'টি হ্যাটট্রিক করেন যুবরাজ সিং। আরসিবি ও ডেকান চার্জার্সের বিরুদ্ধে তাঁর এই কৃতিত্ব। একই মরশুমে ডেকান চার্জার্সের হয়ে রোহিত শর্মা হ্যাটট্রিক করেন। প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স।
প্রবীণ কুমার ও অজিত চান্ডিলা: ২০১০ এবং ২০১২ সালে হ্যাটট্রিক করেন আরসিবি'র প্রবীণ কুমার ও রাজস্থান রয়্যালসের অজিত চান্ডিলা। প্রবীণ রাজস্থানের বিরুদ্ধে এবং পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন চান্ডিলা।
সুনীল নারিন ও প্রবীণ তাম্বে: ২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক কেকেআরের সুনীল নারিনের। রাজস্থানের তাম্বে হ্যাটট্রিক করেছিলেন ২০১৪ সালে, কেকেআরের বিরুদ্ধে। একই আইপিএলে রাজস্থানের শেন ওয়াটসনও হ্যাটট্রিক করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
অক্ষর প্যাটেল: ২০১৬ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন অক্ষর প্যাটেল।
স্যামুয়েল বদ্রী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট: ২০১৭ আইপিএলে এই তিন ক্রিকেটার হ্যাটট্রিক করেছিলেন।
Published By: Prasenjit DuttaPosted: 07:51 PM May 01, 2025Updated: 07:54 PM May 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
