Advertisement
ICC World Cup 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি ভারতের, দেখে নিন ছবিতে ছবিতে
রেকর্ড গড়লেন বিরাট-শামিও।
নিউজিল্যান্ডকে দুরমুশ করে একটি বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ভারত। একটি বিশ্বকাপে ১০টির বেশি ম্যাচ জেতেনি কোনও দল। ফাইনালে জিতলে নয়া নজির গড়বে মেন ইন ব্লু।
একমাত্র অধিনায়ক হিসাবে এক বিশ্বকাপে দলকে ১০টি ম্যাচে জিতিয়েছেন রোহিত শর্মা। অন্য কোনও ক্রিকেটারের এই নজির নেই।
একমাত্র ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে ৭০০ রানের গণ্ডি পেরলেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে ৮ বার হাফসেঞ্চুরিও করেছেন।
বিশ্বকাপে এক ম্যাচে ভারতীয় বোলার হিসাবে সেরা পারফরম্যান্স মহম্মদ শামির। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজিরও তাঁর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৯৭ রান তুলেছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে এত বেশি রান তুলতে পারেনি কোনও দল।
একমাত্র ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচ উইকেট নিয়েছেন শামি। এক বিশ্বকাপে ভারতীয় হিসাবে সর্বোচ্চ ২৩টি উইকেটও তুলেছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 07:01 PM Nov 16, 2023Updated: 07:01 PM Nov 16, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
