Advertisement
ফোনের কভারে টাকা রাখার অভ্যাস? সাবধান! ঘটতে পারে ভয়ংকর অঘটন!
ফোন ছাড়া ঘর থেকে বেরনো? এখন তা অসম্ভব। সঙ্গে আর কিছু থাক বা না থাক, মোবাইল প্রতি মুহূর্তে লাগবেই লাগবে।
সামনের দোকান থেকে টুক করে কিছু কিনতে হবে, অনেকেই সেক্ষেত্রে এখন ব্যাগ নেন না। ফোনের কভারের ভিতরেই রাখেন টাকা। আর এতেই লুকিয়ে বিপদ। জানেন কী কী হতে পারে এর ফলে?
ফোনের পিছনে টাকা বা অন্য যে কোনও সামগ্রী রাখা হলে প্যানেলটি গরম হলে তাপ বেরতে পারে না। ফলে খুব অল্প সময়ে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
ফোনে চার্জ দেওয়ার সময় এমনিতেই গরম হয়ে যায়। কভারে কিছু রাখা থাকলে তাপ আটকে যায়। ফলে বিস্ফোরণও ঘটতে পারে। তাপ আটকে থাকলে ফোন স্লো হওয়ার সম্ভাবনা প্রবল।
Published By: Tiyasha SarkarPosted: 04:17 PM May 21, 2025Updated: 04:17 PM May 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
